AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোহাম্মদ বিন সালমান সৌদির নতুন যুবরাজ


Ekushey Sangbad

১১:০৮ এএম, জুন ২১, ২০১৭
মোহাম্মদ বিন সালমান সৌদির নতুন যুবরাজ

একুশে সংবাদ : ভাতিজা মুহাম্মদ বিন নায়েফকে যুবরাজের পদ থেকে সরিয়ে তার স্থলে দেশটির নতুন যুবরাজ হিসেবে ছেলে উপ-যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুলআজিজ আল সৌদ। বুধবার সকালে তিনি এ ঘোষণা দেন। ৩১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ ঘোষণার মাধ্যমে দেশটির সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার নির্বাচনের পথটি পরিষ্কার করে দিলেন বাদশা সালমান। সৌদির বার্তা সংস্থা এসপিএ জানায়, সদ্য ঘোষিত যুবরাজকে উপ-প্রধানমন্ত্রীর পদ দেয়া হয়েছে। তিনি বর্তমানে সৌদির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে দেশটির তেলভিত্তিক অর্থনীতিতে পরিবর্তনের ঘোষণা দিয়ে পর্যটনসহ অন্যান্য খাত থেকে আয় বাড়ানোর মহাপরিকল্পনা প্রণয়ন করেছেন। ২০১৫ সালে বাদশাহ আব্দুল আজিজের মৃত্যুর পর তৎকালীন যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের বদলে মুহাম্মদ বিন নায়েফকে যুবরাজ মনোনীত করা হয়। ৫৭ বছর বয়সী মুহাম্মদ বিন নায়েফ দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান। সিংহাসনে আরোহনের পর বাদশাহ সালমান তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে উপ-যুবরাজের উপাধিতে ভূষিত করেন। সিংহাসনে আরোহণের ক্ষেত্রে বিপুলসংখ্যক উত্তরাধিকার যুবরাজকে পেছনে ঠেলে তাকে সামনের কাতারে নিয়ে আসা হয়। এমন কিছু ঘটতে পারে তা অনেকেরই ধারণা ছিল। সূত্র: আল-জাজিরা একুশে সংবাদ // পপি // বিবা // ২১.০৬.১৭
Link copied!