AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার প্ল্যাটফর্মে আসিফের ‘ভালো থেকো’


Ekushey Sangbad

১২:১৭ এএম, জুন ২১, ২০১৭
চার প্ল্যাটফর্মে আসিফের ‘ভালো থেকো’

একুশে সংবাদ : সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম আসিফ আকবর। সেই ২০০১ সাল থেকে এখন পর্যন্ত দর্শকদের জনপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি। নতুন খবর হলো এবারের ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী একটি গানে কণ্ঠ দিয়েছেন এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। গানের শিরোনাম ‘ভালো থেকো’। তবে শুধু গান বললে ভুল হবে, কেননা নির্মাণ করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন আসিফ নিজেই। আর তার সাথে রয়েছেন সোনিয়া হাসান। গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আসিফ আকবর। কারণ চারটি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে এই গানের ভিডিও। প্ল্যাটফর্মগুলো হলো— বাংলালিংকের বাংলাফ্লিক্স, রবির রবিস্ক্রিন, টেলিটকের টেলিফ্লিক্স ও বাংলা ঢোলের ইউটিউব চ্যানেল। ‘ভালো থেকো’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সুর ও সংগীতায়োজন করেছেন তরুন মুনশী। কলেজ জীবনের প্রেমের সম্পর্ক, সংসার, মধ্যবয়স পর্যন্ত একজন মানুষের ভাবনা, স্মৃতি ও প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে গানটির কথায়। মিউজিক ভিডিওটি তৈরি করেছেন সাদাত হোসাইন। উল্লেখ্য, ২০০১ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়েই বাজিমাত করেন। এ পর্যন্ত প্রায় ১১৮টি গানের অ্যালবাম প্রকাশ হয়েছে তার। এছাড়া তিনি অসংখ্য সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। নাম লিখিয়েছিলেন রাজনীতির খাতায়। ক্রিকেট খেলায়ও পারদর্শী ছিলেন এ শিল্পী। একুশে সংবাদ // পপি // বিবা // ২১.০৬.১৭
Link copied!