AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তর কোরিয়া ফেরত মার্কিন শিক্ষার্থীর অটো ওয়ার্মবিয়ার মারা গেছেন


Ekushey Sangbad

১১:১৯ এএম, জুন ২০, ২০১৭
উত্তর কোরিয়া ফেরত মার্কিন শিক্ষার্থীর অটো ওয়ার্মবিয়ার মারা গেছেন

একুশে সংবাদ : উত্তর কোরিয়ার কারাগারে ১৫ মাস আটক মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়ার মারা গেছেন। সোমবার তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০১৬ সালে অবকাশ যাপনে পাঁচদিনের জন্য উত্তর কোরিয়া গিয়েছিলেন ২২ বছরের ওয়ার্মবিয়ার। সেখানে হোটেলে থাকা একটি রাজনৈতিক পোস্টার চুরি করেছিলেন তিনি। সংবাদ সম্মেলনে হাজির করা হলে সেখানে বিষয়টি স্বীকার করেন এবং এর জন্য ক্ষমাও প্রার্থণা করেন। তবে উত্তর কোরিয়ার আদালত এরপরও তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। আটকের কয়েক মাসের মাথায় কোমায় চলে যান তিনি। গত এক বছর ধরে অটো ওয়ার্মবিয়ের কোমায় থাকার বিষয়টি তার পরিবারের কাছেও গোপন রাখা হয়েছিলো। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে বটুলিজম নামের এক অসুখে তার এই অবস্থা হয়েছে। কিন্তু এই অসুখ কিভাবে হলো তার কোনো ব্যাখ্যা নেই। গত সোমবার কোমা অবস্থাতেই ওয়ার্মবিয়ারকে তার পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। দেশে ফেরার পর চিকিৎসকদের একটি প্যানেল তাকে পরীক্ষার পর মস্তিষ্কে আঘাতের কথা উল্লেখ করেছেন। তবে তার দেহে নির্যাতনের কোনো চিহ্ন নেই বলেও জানিয়েছেন তারা। এমনকি উত্তর কোরিয়া যে ওয়ার্মবিয়ারের বটুলিজমে আক্রান্তের কথা বলেছে, সে ব্যাপারে মার্কিন চিকিৎসকরা বলেছেন, এতে আক্রান্তের কোনো চিহ্ন ছিল না ওয়ার্মবিয়ারের মধ্যে। তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়াতে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন ওয়ার্মবিয়ার। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে একটি ‘নিষ্ঠুর রাষ্ট্র’ উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, অন্যায় কারাবন্দীর জন্য উত্তর কোরিয়াকে দোষী মনে করে যুক্তরাষ্ট্র। একুশে সংবাদ //পপি //রাজি // ২০.০৬.১৭
Link copied!