AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজিজুর রহমানের জন্য প্রধানমন্ত্রীর কাছে শাবানা


Ekushey Sangbad

০১:১৬ এএম, জুন ২০, ২০১৭
আজিজুর রহমানের জন্য প্রধানমন্ত্রীর কাছে শাবানা

একুশে সংবাদ : চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়িকা শাবানা অসুস্থ গুণী পরিচালক আজিজুর রহমানের উন্নত চিকিৎসার সাহায্য চেয়ে সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় শাবানার সঙ্গে আরো উপস্থিত ছিলেন তার স্বামী ওয়াহিদ সাদেক, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও চিত্রনায়িকা মৌসুমী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মুঠোফোনে শাবানা তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, সেই ছোটবেলা থেকে আমি চলচ্চিত্রে অভিনয় করে আসছি। আমি যখন খুব ছোটবেলায় এহতেশামের নির্দেশনায় নতুন সুর চলচ্চিত্রে অভিনয় করি, তখন পরিচালক আজিজুর রহমান ছিলেন সহকারী। সেই সময় থেকেই তাকে আমি বাবা বলে ডাকি। এখনো তাকে বাবার মতোই শ্রদ্ধা করি। সেই মানুষটি যখন আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং অর্থের সমস্যা হচ্ছে তখন আমি আর ঘরে বসে থাকতে পারিনি। তাই তার উন্নত চিকিৎসায় পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করেছি। প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি তার পাশে থাকবেন, চিকিৎসার জন্য সহযোগিতা করবেন। আমি সত্যিই মন থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আল্লাহ প্রধানমন্ত্রীকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আমাদের সবার প্রিয় পরিচালক আজিজুর রহমান যাকে আমি বাবা বলে ডাকি তাকে যেন আমাদের মাঝে দ্রুত সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসেন। মৌসুুমী বলেন, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে তার ব্যস্ততার মধ্যেও যথেষ্ট সময় দিয়েছেন। তারসঙ্গে দেখা করে এবং কথা বলে ভীষণ ভালো লেগেছে। চলচ্চিত্রের নানান বিষয় নিয়েই কথা হয়েছে। সময় হলেই সবাই তা জানবেন। প্রসঙ্গত, পরিচালক আজিজুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী এর আগেও চলচ্চিত্রের অনেক শিল্পীকেই সহযোগিতা করেছেন। প্রয়াত আনোয়ার হোসেন, খলিল, ফরিদ আলী, শহীদুল ইসলাম খোকনসহ অনেকের পাশেই তিনি থেকেছেন। একুশে সংবাদ // পপি // বিবা // ২০.০৬.১৭
Link copied!