AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ৫ জনের ফাঁসি


Ekushey Sangbad

০৫:৩৮ পিএম, জুন ১৯, ২০১৭
গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ৫ জনের ফাঁসি

একুশে সংবাদ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধর্ষণের পর গৃহবধূকে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। এসময় আসামির আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জীবন, কেতাব, আলমগীর, নুরুল ইসলাম ও জেনারুল। একই মামলার অপর ছয় আসামিকে খালাস দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২০ এপ্রিল রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার বাখরআলী বিশ্বনাথপুর এলাকার মনিরা বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে যান জীবন। পরে জীবন ওই চারজনের সহযোগিতায় মনিরাকে বিশ্বনাথপুর এলাকার একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পরদিন দুপুর ২টার দিকে পুলিশ ওই ভুট্টা ক্ষেত থেকে মনিরা বেগমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মনিরার মা সুলেখা বেগম শিবগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ১১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার দুপুরে আদালত এ রায় দেন। একুশে সংবাদ // পপি // বিবা // ১৯.০৬.১৭
Link copied!