AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওপেনসোর্স হার্ডওয়্যার : আরডুইনো নিয়ে কর্মশালা


Ekushey Sangbad

১২:২৮ এএম, জুন ১৯, ২০১৭
ওপেনসোর্স হার্ডওয়্যার : আরডুইনো নিয়ে কর্মশালা

একুশে সংবাদ : ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দেশের বিভিন্ন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো বেসিক আরডুইনো কর্মশালা। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির রোবটিক্স ক্লাব কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা রোবটিক্স গবেষণার পাশাপাশি বিভিন্ন ছোট সমস্যা সমাধানের জন্য ইলেক্ট্রনিক্সের বহুল পরিচিত কিট আরডুইনো ব্যবহার করে থাকে। বর্তমান সময়ে রোবটিক্স কিংবা প্রোগ্রামবেজ প্রজেক্ট তৈরির ক্ষেত্রে আরডুইনো ডেভেলপমেন্ট কিটটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এই কর্মশালায় হাতে-কলমে দেখানো হয়েছে কীভাবে এই ওপেনসোর্স হার্ডওয়্যারটি কাজ করে। সারাদেশের ১৭টি বিশ্ববিদ্যালয় এবং ৭টিস্কুল-কলেজের মোট ৩৫জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেয়। উপস্থিত শিক্ষার্থীদের পাঁচটি গ্রুপে ভাগ করে আরডুইনো পিনকনফিগারেশন, মাইক্রোকন্ট্রোলার, লেড জ্বালানো নিয়ন্ত্রন, ডিজিটাল পিনের ব্যাবহার, এনালগ পিনের ব্যাবহার, পালস উইথ মডুলেশন (পিডাবলুএম), টেমপারেচার সেন্সর, সোলার সেন্সর, সারভো মোটর এবং সিরিয়াল কমুনিকেশনের ব্যবহার শেখানো হয়। প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে লজিক এবং কোডগুলিও সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করা হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক সদস্যগণ কর্মশালাটি পরিচালনা করেন। কর্শালার অভিজ্ঞতা নিয়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিস ফারহান জানায়, ‘আরডুইনো ব্যবহারের সুবিধা হলো, এটি একবার প্রোগ্রাম করে দিলে নির্দিষ্ট কাজ নিজেই করতে পারে। যেখানে কম্পিউটার ব্যবহার করতে গেলে আমাকে আলাদা ড্রাইভার ইন্সটল করার ঝামেলায় যেতে হতো। নিজের হাতে এখানে এটার ব্যবহার শিখতে পাওয়া ছিল এক নতুন অভিজ্ঞতা।’ রোবোটিক্সে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে ভালো করতে পারে সেজন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহকারি অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর মো. জুনায়িদুল ইসলাম। তিনি আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি রোবটিক্সের আরও বিভিন্ন বিষয় নিয়ে এরকম কর্মশালার আয়োজন করবে। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির রোবোটিক্স ক্লাব খুব শীঘ্রই নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। কর্মশালা শেষে সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট দেয়া হয়। অনুষ্ঠানের ছবিগুলো দেখা যাবে এসপিএসবির ফেসবুকের www.facebook.com/SPSBZone এই ঠিকানায়। একুশে সংবাদ // পপি // বিবা // ১৯.০৬.১৭
Link copied!