AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই গুরুর সঙ্গে এবারই প্রথম অপূর্ব


Ekushey Sangbad

১২:২০ এএম, জুন ১৯, ২০১৭
দুই গুরুর সঙ্গে এবারই প্রথম অপূর্ব

একুশে সংবাদ : টিভি নাটকে বহুদিন টানা জনপ্রিয়তা ধরে রেখেছেন ছোটপর্দার অন্যতম প্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। ক্যারিয়ারের শুরুতে যে দু’জন মানুষের হাত ধরে মিডিয়াতে তার অভিষেক হয়েছিলো, সে দু’জন মানুষ হচ্ছেন গাজী রাকায়েত ও অমিতাভ রেজা চৌধুরী। প্রথমজন নাট্যনির্মাতা, পরের জন মূলত বিজ্ঞাপন নির্মাতা। অমিতাভ রেজার নির্দেশনায় ২০০৪ সালে ‘ন্যাসক্যাফে’র বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্য দিয়ে মিডিয়াতে অপূর্বর অভিষেক ঘটে। প্রথম বিজ্ঞাপনেই দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেন তিনি। পরবর্তীতে গাজী রাকায়েতের নির্দেশনায় তিনি ‘বিয়ের গল্প’নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেতা অপূর্বর অভিষেক হয়। শুরু হয় অপূর্বর অভিনয় জীবনে পথচলা। প্রথম বিজ্ঞাপনের মতো প্রথম নাটকেও অপূর্ব দর্শকের নজর কাড়তে সক্ষম হন। মিডিয়া জীবনের এই দু’জন নির্মাতার প্রতি তাই অপূর্ব সবসময়ই কৃতজ্ঞ। পরবর্তীকালে বিভিন্ন সময়ে অপূর্ব দু’জনেরই নির্দেশনায় বিজ্ঞাপনে ও নাটকে অভিনয় করেছেন। তবে দু’জনকে একই কাজে কখনোই পাননি তিনি। এবারের ঈদে জীবনের সেই শ্রেষ্ঠ সুযোগটি পেয়েছেন তিনি। আয়নাবাজি অরিজিনাল সিরিজের টেলিভিশন ফিকশন ‘মার্চ মাসে শুটিং’-এ অভিনয় করেছেন অপূর্ব। অমিতাভ রেজার নির্দেশনায় এতে তিনি অভিনয় করার সুযোগ পেয়েছেন গাজী রাকায়েতের সঙ্গে। দুই গুরুর সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ যেন তার অভিনয় জীবনের শ্রেষ্ঠ সময়েই পরিণত হলো। ‘মার্চ মাসে শুটিং’টেলিভিশন ফিকশনটির গল্প গাউসুল আলম শাওনের ও চিত্রনাট্য অমিতাভ রেজার। এর মূল বিষয়বস্তু হচ্ছে ঘটনাচক্রে একজন মানুষের পরিবর্তন। ফিকশনটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমার অভিনীত এই কাজটি নিয়ে শুধু এটুকুই বলতে চাই যে, এ ফিকশনে অভিনয় আমার জন্য ছিলো ওয়ার্কশপের মতো। কারণ আমার দু’জন গুরু ছিলো এ কাজের সাথে সম্পৃক্ত। বলা যেতে পারে আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছি শুটিং করার সময়। একজন মানুষের কতোটা সৌভাগ্য হলে এমন সুযোগ আসে জীবনে। তাই আমি কৃতজ্ঞ যারা আমাকে এতে কাজ করার সুযোগ করে দিয়েছেন এবং আমি আরো বলতে চাই দু’জনের সঙ্গে কাজ করতে গিয়ে এতো বছর পরেও আমার বারবার মনে হয়েছে যে একজন অভিনেতার বা শিল্পীর শেখার কোনো শেষ নেই। একটি কাজ এখনো এতো ডিটেইল হতে পারে তা আবার অনুভব করলাম।’ আসছে ঈদে ‘মার্চ মাসে শুটিং ফিকশনটি একসঙ্গে মাছরাঙ্গা, আরটিভি ও জিটিভিতে প্রচার হবে। একুশে সংবাদ // পপি // বিবা // ১৯.০৬.১৭
Link copied!