AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষটা আরো ভালো হতে পারত : মাশরাফি


Ekushey Sangbad

০১:৪৬ পিএম, জুন ১৭, ২০১৭
শেষটা আরো ভালো হতে পারত : মাশরাফি

একুশে সংবাদ : বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলবে, টুর্নামেন্ট শুরুর আগে এটা কে ভেবেছিল! অথচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে ঠিকই সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। আইসিসি টুর্নামেন্টে যেটি বাংলাদেশের সেরা সাফল্য। দলের পারফরম্যান্স নিয়ে তাই তৃপ্ত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে স্বপ্নযাত্রার শেষটা যেভাবে হয়েছে তাতে কিছুটা হতাশ অধিনায়ক। সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস ট্রফির স্বপ্নযাত্রা থামে বাংলাদেশের। চ্যাম্পিয়নস ট্রফি শেষে শনিবার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মাশরাফি বললেন, ‘যে পারফরম্যান্স হয়েছে, সেটা ভালো। আরো ভালো করার সুযোগ ছিল। শেষটা আরো ভালো হতে পারত।’ মাশরাফির অবশ্য কোনো আক্ষেপ নেই। বরং তিনি তাকাতে চান সামনে, ‘আক্ষেপ নেই। সামনে আমাদের অনেক বড় টুর্নামেন্ট, সিরিজ আছে। আমাদেরকে সেগুলোতে ভালো করতে হবে।’ সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমানের মতো তরুণ খেলোয়াড় টুর্নামেন্টে তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি। তবে তারা যাতে সামনে বড় টুর্নামেন্টে ভালো কর‍তে পারেন, সেজন্য এখন থেকেই তাদের দিক নির্দেশনা দিতে হবে বলে মনে করেন অধিনায়ক, ‘২০১৯ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। তরুণ খেলোয়াড়দের এখন থেকেই গাইড করতে হবে, যেন পরবর্তী বড় টুর্নামেন্টে ওরা ভালো করতে পারে।’ একুশে সংবাদ // পপি // রাজি // ১৭.০৬.১৭
Link copied!