AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সফল মিশন শেষে দেশে ফিরেছেন মাশরাফিরা


Ekushey Sangbad

১০:১৩ এএম, জুন ১৭, ২০১৭
সফল মিশন শেষে দেশে ফিরেছেন মাশরাফিরা

একুশে সংবাদ : যখন বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ড উড়াল দিয়েছিলেন মাশরাফিরা, তখন জানিয়ে গিয়েছিলেন প্রত্যাশার কথা, স্বপ্নের কথা। আজ যখন দেশে ফিরলেন, তখন প্রত্যাশা ও স্বপ্ন দুটোই পূরণ হয়েছে। তাইতো চোখে মুখে তৃপ্তির আনন্দ, বড় কিছু অর্জনের গর্ব। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সফল মিশন শেষে আজ সকাল পৌনে ১০টায় দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের বার্মিংহাম থেকে দুবাই হয়ে ঢাকায় পা রেখেছে মাশরাফি বিন মুর্তজার দল। ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করতে গত ২৭ এপিল রাতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। সাসেক্সে নয় দিনের ক্যাম্প শেষে বাংলাদেশ উড়াল দেয় আয়ারল্যান্ডে। সেখানে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে ফিরে বাংলাদেশ। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয় লাল-সবুজ জার্সিধারীরা। ২০০৬ সালের পর চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থেকে বাংলাদেশ পায় মিনি বিশ্বকাপে খেলার টিকেট। পরের গল্পটুকু সাফল্যের। প্রথমবারে মতো আইসিসি ইভেন্টে সেমিফাইনালে খেলে টিম বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচে বাংলাদেশ ‘অসহায় আত্মসমর্পণ’ করলেও সেমিফাইনালে ওঠায় ক্রিকেট বিশ্বের সম্মান পেয়েছে। ২০০৫ সালের মতো এবারও কার্ডিফে রূপকথার আরেকটি গল্প রচিত করে টাইগাররা। অস্ট্রেলিয়ার পর কার্ডিফে বধ তাসমান সাগরের পূর্ব পাড়ের দল নিউজিল্যান্ড। যে জয়ে বাংলাদেশ পায় সেমিফাইনাল খেলার সুযোগ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া সত্যিই গর্বের। সেরা আটের লড়াইয়ে সেরা চারে উঠে মিশন শেষ করেছে বাংলাদেশ। শেষটা আরেকটু রঙিন হলেও হতে পারত। হয়নি, তবে আশাহত হওয়ার কিছু নেই! আইসিসি টুর্নামেন্টে সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীদের জন্য এ এক নতুন ইতিহাস, সাফল্যের মুকুটে নতুন এক পালক। নতুন দিগন্তের সূচনা হয়েছে। এবার বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পালা। একুশে সংবাদ // পপি // বিবা // ১৭.০৬.১৭
Link copied!