AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাগদাদিকে হত্যার দাবি রাশিয়ার


Ekushey Sangbad

০৬:০১ পিএম, জুন ১৬, ২০১৭
বাগদাদিকে হত্যার দাবি রাশিয়ার

একুশে সংবাদ : চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ মে সিরিয়ার রাকার দক্ষিণে দলের নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন বাগদাদি। সেখানে বিমান হামলা চালালে বাগদাদিসহ আইএসের বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। হামলার প্রতিবেদনটি এখনো যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রনালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সুখোই-৩৪ ও সুখোই ৩৫ জঙ্গিবিমানের হামলায় সন্ত্রাসী গোষ্ঠীটির শীর্ষ নেতারা ধ্বংস হয়েছে, যারা তথাকথিত আইএসের সামরিক পরিষদের সদস্য ছিল। এছাড়া মাঠ পর্যায়ের মধ্যম সারির প্রায় ৩০ জন নেতা এবং তাদের প্রায় ৩০০ দেহরক্ষী নিহত হয়েছে।’ এর আগেও কয়েকবার যুক্তরাষ্ট্র ও ইরাক বাগদাদিকে হত্যার দাবি করেছিল। তবে পরবর্তীতে এগুলো সত্য প্রমাণিত হয়নি। নিরপেক্ষ সূত্র থেকে রাশিয়ার এ দাবির পক্ষে এখনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। একুশে সংবাদ // পপি // রাজি // ১৬.০৬.১৭
Link copied!