AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনুপ্রবেশকারীদের পদ নবায়ন করা হবে না : কাদের


Ekushey Sangbad

০৫:৫৬ পিএম, মে ২৫, ২০১৭
অনুপ্রবেশকারীদের পদ নবায়ন করা হবে না : কাদের

একুশে সংবাদ : অন্য দল থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগে প্রবেশ করে যারা পদ দখল করে আছে, তাদেরকেযাচাই বাছাইয়ের মাধ্যমে সদস্য পদ নবায়নের সময় বাদ দেয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জেলা পর্যায়ের নেতাদের হাতে নতুন সদস্য সংগ্রহের ফরম বুঝিয়ে দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নতুন সদস্য সংগ্রহ ও পুরনোদের নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয় সেদিকে নজর রাখতে হবে। কোনো প্রকার অনুপ্রবেশকারী, আবর্জনা যাতে দলে ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই অনুপ্রবেশকারীরাই বিভিন্ন সময় দলের মধ্যে থেকে অপকর্ম করে দলের সুনাম নষ্টের চেষ্টা করে। অন্য দলের যে সব লোকজন অনুপ্রবেশকারী হিসেবে আওয়ামী লীগে ঢুকে ইতোমধ্যে দলের বিভিন্ন পদ দখল করে আছেন তাদের ক্ষেত্রে আওয়ামী লীগ কী সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদেরকে নবায়ন করা হবে না। অনুপ্রবেশকারী ঠেকাতে এবার আওয়ামী লীগ চূড়ান্তভাবে যাচাইবাছাই করবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, আমরা সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দিয়েছি, তারা সঠিকভাবেই দায়িত্ব পালন করবে। পরগাছাদের দলে প্রবেশ ঠেকাতে নতুন সদস্য নেয়ার ক্ষেত্রে চূড়ান্ত যাচাই-বাছাই করতে হবে। নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ইভিএমের দাবি যৌক্তিক। আমরা ডিজিটাল যুগে অ্যানালগ থাকতে চাই না, আমরা নির্বাচন কমিশনের কাছে জোরালোভাবে এই যুক্তি তুলে ধরব। বিএনপিকে কেন সমাবেশের অনুমতি দেয়া হয়নি এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের অনুমিত দেয়া হবে কীভাবে? কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিমানবন্দরে এক সম্পাদক আরেক সম্পাদককে মেরেছেন। নিজেরাই নিজেদের প্রতিপক্ষ করে তুলেছে। একজন আরেকজনকে সরকারের দালাল বলছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার নেতারা মারামারি করে। কেন্দ্রীয় নেতাদের পালিয়ে ঢাকায় আসতে হয়। একুশে সংবাদ // পপি // বিবা // ২৫.০৫.১৭      6:20
Link copied!