AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে গ্রাম্য মহাজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড


Ekushey Sangbad

০৬:৪৪ পিএম, মে ২৫, ২০১৭
গোপালগঞ্জে গ্রাম্য মহাজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

একুশে সংবাদ : গোপালগঞ্জে গ্রাম্য মহাজনকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ জনকে যাবজ্জীবন এবং তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আলীউজ্জামান খোকন মাস্টার, শাহাদত হোসেন, জাকারিয়া শাপু, হেমায়েত উদ্দিন ও শাজাহান। তাদের মধ্যে শাপু ও শাজাহান পলাতক। আদালতের এপিপি শহীদুজ্জামান পিকু জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনকে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত ১৭ জনের মধ্যে তিনজন এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে দুইজন পলাতক। মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৯ সালের ১০ অক্টোবর জুমার নামাজ পড়ে নৌকায় বাড়ি ফেরার পথে কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মহাজন সিরাজুল হক ছিরু মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। পর দিন ৩৭ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন ছিরুর স্ত্রী আমেনা বেগম। একুশে সংবাদ // পপি // বিবা // ২৫.০৫.১৭       7:20
Link copied!