AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদে বিআরটিসির ৯০০ স্পেশাল বাস প্রস্তুত থাকবে : ওবায়দুল কাদের


Ekushey Sangbad

০৭:০৫ পিএম, মে ২৪, ২০১৭
ঈদে বিআরটিসির ৯০০ স্পেশাল বাস প্রস্তুত থাকবে : ওবায়দুল কাদের

একুশে সংবাদ : আসন্ন রমজানের ঈদে ঘরমুখী যাত্রীদের সেবাপ্রদানে বিআরটিসির ৯০০ বাস প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, পাশাপাশি তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় মহাখালী, গাবতলী, যাত্রাবাড়ি ও সায়েদাবাদ টার্মিনালে পঞ্চাশটি বাসও প্রস্তুত থাকবে। এ ছাড়া যাত্রীসেবা প্রদানের বিষয়াদি তদারক করতে খোলা হবে নিয়ন্ত্রণ কক্ষ। বুধবার কমলাপুর বাস ডিপোতে বিআরটিসির অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটির চেক বিতরণ এবং আসন্ন ঈদে বিআরটিসির সেবার মান বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আগামী ২২ জুন থেকে ঈদুল ফিতরের পরবর্তী তিন দিন পর্যন্ত এসব স্পেশাল বাস রাস্তায় চলবে। ঈদের ৭ দিন আগে থেকে স্পেশাল বাসের টিকিট বিক্রি করবে বিআরটিসি। মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিসির তিনটি মনিটরিং টিম নিয়মিত কার্যকর রাখা হবে। এ ছাড়া সড়কে যানবাহনের কোনো প্রকার সমস্যা হলে তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট চারটি কারিগরি টিম টাঙ্গাইল, বগুড়া, রংপুর এবং কাঁচপুর ব্রিজ এলাকায় স্ট্যান্ডবাই রাখা হবে। এ ছাড়া ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসির জন্য ৬০০ বাস এবং ৫০০ ট্রাক সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ বাস ও ট্রাকের বহর ঢাকায় আসতে শুরু করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। এর আগে মন্ত্রী বিআরটিসির অবসরপ্রাপ্ত ২১ জন কর্মকর্তা-কর্মচারীর অনুকূলে পেনশন ও গ্র্যাচুইটির বকেয়া পাওনার চেক তুলে দেন। এ সময় বক্তব্য রাখেন বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান। সভায় বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। একুশে সংবাদ // পপি // রাজি // ২৪.০৫.১৭      7:45
Link copied!