AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইফোন সেভেনে রবির আকর্ষণীয় অফার


Ekushey Sangbad

১২:১৩ পিএম, মে ২৪, ২০১৭
আইফোন সেভেনে রবির আকর্ষণীয় অফার

একুশে সংবাদ : আইফোন সেভেন ও আইফোন সেভেন প্লাসের সাথে সম্প্রতি ১৫ হাজার টাকা ক্যাশব্যাক অফার এনেছে মোবাইল ফোন অপারেটর রবি। পাশাপাশি এ অফারের আওতায় আইফোন কিনতে আগ্রহী রবির প্রি-পেইড গ্রাহকদের জন্য রয়েছে সাশ্রয়ী ইএমআই সুবিধা। ১৫ হাজার টাকা ক্যাশব্যাক অফারের আওতায় আইফোন ৭ (৩২ জিবি), আইফোন ৭ (১২৮ জিবি), আইফোন (২৫৬ জিবি), আইফোন ৭ প্লাস (৩২ জিবি), আইফোন ৭ প্লাস’র (১২৮ জিবি) মূল্য যথাক্রমে ৭৬ হাজার, ৮৭ হাজার ৬৫০, ৯৯ হাজার ২৫০, ৮৯ হাজার ৬৫০ ও ১ লাখ ১ হাজার ৬৫০ টাকা থেকে কমে ৬১ হাজার, ৭২ হাজার ৬৫০, ৮৪ হাজার ২৫০, ৭৪ হাজার ৬৫০ ও ৮৬ হাজার ৬৫০ টাকায় নেমে এসেছে। আইফোন ৭ (৩২ জিবি), আইফোন ৭ (১২৮ জিবি), আইফোন (২৫৬ জিবি), আইফোন ৭ প্লাস (৩২ জিবি) ও আইফোন ৭ প্লাস (১২৮ জিবি) এর মাসিক কিস্তির পরিমাণ যথাক্রমে ৫ হাজার ৮৪, ৬ হাজার ৫৫, ৭ হাজার ২১, ৬ হাজার ২২১ ও ৭ হাজার ২২১ টাকা। এ আইফোনগুলোর যে কোন একটি কিনলে রবি’র প্রি-পেইড গ্রাহকরা হ্যান্ডসেটটি কেনার পর থেকে প্রথম দুই মাস ৫জিবি করে মোট ১০জিবি ফ্রি ডাটা উপভোগ করতে পারবেন। এ ক্যাম্পেইনের ক্রেডিট কার্ড পার্টনার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ট ব্যাংক, দ্য সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। এ ক্রেডিট কার্ডগুলো দিয়ে রবির প্রি-পেইড গ্রাহকরা ০% ইন্টারেস্ট রেটে ১২ মাসের ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। দেশজুড়ে রবি সেবা কেন্দ্রগুলোতে এই আইফোন হ্যান্ডসেটগুলো পাওয়া যাচ্ছে। গ্রাহকরা ম্যাট ব্ল্যাক, জেট ব্ল্যাক, সিলভার ও গোল্ড কালারের হ্যান্ডসেটগলো থেকে তার পছন্দেরটি বেছে নিতে পারেন। অফারটি ঈদ-উল-ফিতরের চাঁদ রাত পর্যন্ত প্রযোজ্য। একুশে সংবাদ // পপি // রাজি //২৪.০৫.১৭     12:15
Link copied!