AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

র‌্যাংকিং ও বিশ্বকাপ সমীকরণে বাংলাদেশ


Ekushey Sangbad

১১:২২ এএম, মে ২৪, ২০১৭
র‌্যাংকিং ও বিশ্বকাপ সমীকরণে বাংলাদেশ

একুশে সংবাদ : ত্রিদেশীয় সিরিজ জেতার সম্ভাবনা নেই বাংলাদেশের। একম্যাচ বাকি থাকতেই ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। তাই ‍টুর্নামেন্টে নিউজিল্যান্ড-বাংলাদেশের শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতা মাত্র। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি। ডাবলিন থেকে যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেও সিরিজ জিততে পারবে না বাংলাদেশ এটা নিশ্চিত। তবে র‍্যাংকিংয়ের শীর্ষ ছয়ে প্রথমবারের মতো উঠে আসার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে মাশরাফিদের সামনে। বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের সপ্তম স্থানে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে জয় পেলে যা বেড়ে দাঁড়াবে ৯৩ রেটিং পয়েন্টে। সেক্ষেত্রে বর্তমান র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার সমান পয়েন্ট হবে বাংলাদেশের। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে লঙ্কানদের ছাপিয়ে যাবে মাশরাফি বাহিনী। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে জিতলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সম্ভাবনাও অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষের জয় র‍্যাংকিংয়ের আটে থাকা পাকিস্তানের সাথে রেটিং পয়েন্ট ব্যবধান পাঁচ পয়েন্টে নিয়ে আসবে বাংলাদেশকে। আর ওয়েস্ট ইন্ডিজের সাথে তা বেড়ে দাঁড়াবে ১৪ পয়েন্টে। ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সবকয়টি ম্যাচ হেরে গেলেও ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে মাশরাফি-সাকিবরা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলে দুই রেটিং পয়েন্ট কমবে বাংলাদেশের। সেক্ষেত্রে র‍্যাংকিংয়ের আটে থাকা পাকিস্তানের সাথে ব্যবধান কমে আসবে ১ পয়েন্টে! তবে হেরে গেলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশ এগিয়ে থাকবে বাংলাদেশ। একুশে সংবাদ // পপি // রাজি //২৪.০৫.১৭     11:19
Link copied!