AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার


Ekushey Sangbad

০৬:৫৪ পিএম, মে ২৩, ২০১৭
সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

একুশে সংবাদ : মাদক দিয়ে ফাঁসানো ও জমি দখলে সহায়তা এবং ঘুষ নেয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে নগরীর মাসদাইরে অবস্থিত পুলিশ লাইনে তাদের সংযুক্ত করা হয়েছে। নারায়ণগঞ্জে জেলার পুলিশ সুপার মঈনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় মঙ্গলবার দুপুরে ওসি মুহাম্মদ সরাফত উল্লাহ, পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন ও এসআই ওমর ফারুককে প্রত্যাহার করা হয়। জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ ওই এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল, নিরীহদের হয়রানিসহ নানা অভিযোগে পুলিশ সুপারের কার্যালয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। যেগুলো তদন্তাধীন রয়েছে। এর আগে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের থানার ওসি মহা. সরাফত উল্লাহসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর পাশাপাশি জমি দখলে ভূমিদস্যুদের সহযোগিতা করার অভিযোগ করেন বিধবা নারী আছমা বেগম। তিনি অভিযোগ করেন, তার ছোট ভাই মোহাম্মদ আলীসহ তিনজনকে মাদক সেবনের মিথ্যা অভিযোগ ও কয়েক দফা ঘুষ নেয়াসহ ১৮ লাখ টাকা ঘুষ দাবি করেন। এই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোস্তাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত কমিটিকে ৫ কার্য দিবসে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কারাগারে ১৯ দিন আটক থাকার পর গত ১৬ মে আছমা বেগমের ভাই মোহাম্মদ আলী, মেয়ে জামাতা ইউসুফ ও ওমর ফারুক কারাগার থেকে জামিনে মুক্তি পান। গঠিত তদন্ত কমিটি তদন্তে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ, পরিদর্শক আবুল হোসেন এবং এসআই ফারুক হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মাদক দিয়ে ফাঁসানো ও জমি দখলে সহায়তা এবং ঘুষ নেয়ার অভিযোগের সত্যতা পান এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ করেন। একুশে সংবাদ // পপি // বিবা // ২৩.০৫.১৭          7:00
Link copied!