AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হিমালয়ের হিলারি স্টেপ ধসে পড়েছে


Ekushey Sangbad

১০:৩৬ এএম, মে ২২, ২০১৭
হিমালয়ের হিলারি স্টেপ ধসে পড়েছে

একুশে সংবাদ : হিমালয়ের মাউন্ট এভারেস্টে ওঠার সর্বশেষ চ্যালেঞ্জ ‘হিলারি স্টেপ’ ধসে পড়েছে। পর্বতারোহীরা জানিয়েছেন, ২০১৫ সালে নেপালে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সেসময় এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২৯ হাজার ফিট উচ্চতায় হিলারি স্টেপের অবস্থান। সম্পূর্ণ খাড়াভাবে উঠে যাওয়া ১২ মিটারের এই পাথরটি এভারেস্টের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। ১৯৫৩ সালে বিশ্বে প্রথমবার এভারেস্টের চুড়ায় উঠেছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী স্যার এডমন্ড হিলারি। তার নামেই ওই পাথরটির নামকরণ করা হয়ে। পরবর্তীতে হিমালয়ের নেপাল অংশ হয়ে যত পর্বতারোহী এভারেস্টের চুড়ায় উঠেছেন, বরফে ঢাকা ওই পাথুরে পথটি তাদের সবাইকে পার হতে হয়েছে। এভারেস্টে ওঠার সবচেয়ে জটিল ও শেষ অংশ ছিলো এই হিলারি স্টেপ। গত বছর কিছু ছবিতে দেখা গিয়েছিলো যে হিলারি স্টেপের আকার বদলে গেছে। ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো তাতেই এটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এখন সেখানে অবশিষ্ট আছে পাথরের কয়েকটি খন্ড। ব্রিটেনের পর্বতারোহী টিম মোসডেল এ সপ্তাহের শুরুতেই এভারেস্টের চুড়ায় ওঠার পর প্রথম আবিষ্কার করেন যে হিলারি স্টেপ ধসে পড়েছে। বেজ ক্যাম্পে নামার পর নিজের ফেইসবুক পাতায় তিনি লিখেছেন তার অভিজ্ঞতার কথা। বিবিসিকে তিনি বলেছেন, এই পাথরটি হারিয়ে যাওয়ার মাধ্যমে একটি যুগের অবসান হলো। একুশে সংবাদ // পপি // রাজি // ২২.০৫.১৭      10:36
Link copied!