AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফটিকছড়িতে কাঁঠালের বাম্পার ফলন


Ekushey Sangbad

০৩:১০ পিএম, মে ১৭, ২০১৭
ফটিকছড়িতে কাঁঠালের বাম্পার ফলন

একুশে সংবাদ : জেলার ফটিকছড়ি উপজেলায় এবার কাঁঠালের প্রচুর ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করা হচ্ছে ফটিকছড়ির কাঁঠাল। উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, সুয়াবিল, হারুয়ালছড়ি, কাঞ্চননগর, খিরাম, খিপায়ত নগর, লেলাং- এসব স্থানে গাছে গাছে কাঁঠালের সমারোহ। কাঁঠালের বাম্পার ফলনে বাগান মালিকরাও খুব খুশি। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ জানান, ‘ফটিকছড়িতে এ বছর কাঁঠালের ভালো ফলন হয়েছে। চলতি বছরে উপজেলার এক হাজার ১৫০ হেক্টর জমিতে কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু চাষ হয়েছে এর প্রায় দ্বিগুণ এলাকায়। পাহাড়ি এলাকা হওয়ায় এখানে সবসময় বেশি কাঁঠাল উৎপন্ন হয়।’ উত্তর ফটিকছড়ির হেঁয়াকো বাজারে গিয়ে দেখা যায়, কাঁঠালের এই মৌসুমে বাজারে যেদিকে চোখ যায় শুধু কাঁঠাল আর কাঁঠাল। মৌ-মৌ সৌরভ বাজারজুড়ে। এই বাজারের কাঁঠাল ট্রাকে করে প্রতিদিন ঢাকা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরসহ সারাদেশে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া পাশ্ববর্তী খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা, মীরসরাই ও সীতাকুণ্ডের বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীরা ফটিকছড়ি থেকে পাইকারি মূল্যে কাঁঠাল কিনে নেয়। হেঁয়াকো বাজারে কাঁঠাল কিনতে আসা ফেনীর ব্যবসায়ী নুরুল করিম জানান, ‘এখানকার কাঁঠাল খবুই মিষ্টি, খেতে সুস্বাদু এবং দামও অপেক্ষাকৃত কম। চাহিদা থাকায় আমরা প্রতি বছর ফটিকছড়ির হেঁয়াকো বাজার থেকে কাঁঠাল নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করি।’ একুশে সংবাদ // পপি // বিবা // ১৭.০৫.১৭   ৩:১৬
Link copied!