AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীর সাথে ক্যামেরনের সৌজন্য সাক্ষাৎ


Ekushey Sangbad

০২:১১ পিএম, এপ্রিল ২৭, ২০১৭
প্রধানমন্ত্রীর সাথে ক্যামেরনের সৌজন্য সাক্ষাৎ

একুশে সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে সাক্ষাতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে বুধবার রাত ১১টার দিকে ব্যাংকক এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডেভিড ক্যামেরন। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের সাথে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা। ব্যক্তিগত সফরে প্রথমবারের মতো ঢাকা এলেন যুক্তরাজ্যের এই প্রাক্তন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যভিত্তিক একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে তার এ সফর। পররাষ্ট্র দপ্তর থেকে জানা যায়, ২৪ ঘণ্টারও কম সময়ের এই সফরে ব্রিটিশ সমর্থনে পরিচালিত প্রকল্প পরিদর্শন এবং প্রবৃদ্ধিসংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে যোগদান করবেন ডেভিড ক্যামেরন। সপ্তাহ খানেক আগে ক্যামেরনের ব্যক্তিগত সহকারী চিঠি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও তার সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে বলে অন্য একটি সূত্রে জানা যায়। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ক্যামেরনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরে ডিএফআইডি বাংলাদেশের প্রজেক্ট পরিদর্শন করবেন ডেভিড ক্যামেরন। দারিদ্র্য দূরীকরণ এবং ধারণযোগ্য উন্নয়ন নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি। এই প্রকল্পের আওতায় তিনি ঢাকার একটি গার্মেন্টস প্রতিষ্ঠান ঘুরে দেখতে পারেন বলে জানা গেছে। দুপুরে হোটেল ওয়েস্টিনে ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের আয়োজনে একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে তার। সেখানে প্রবৃদ্ধির উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতি বিষয়ে আলোচনা হবে। এই গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদসহ সুশীল সমাজের ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। আর এসব কর্মসূচি শেষে আজই ঢাকা ত্যাগ করবেন ডেভিড ক্যামেরন। একুশে সংবাদ // পপি // বিবা // ২৭.০৪.১৭
Link copied!