AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজস্ব অর্থায়নে সহযোগী প্রতিষ্ঠান করবে মার্কেন্টাইল ব্যাংক


Ekushey Sangbad

১২:৩৯ পিএম, এপ্রিল ২৪, ২০১৭
নিজস্ব অর্থায়নে সহযোগী প্রতিষ্ঠান করবে মার্কেন্টাইল ব্যাংক

একুশে সংবাদ : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সহযোগী প্রতিষ্ঠান করবে। সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস চালু করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মাই ক্যাশ সার্ভিস চালু করবে। উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংক সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই সহযোগী প্রতিষ্ঠান করতে পারবে। প্রসঙ্গত, একটি নতুন বাণিজ্যিক ব্যাংক হিসেবে মার্কেন্টাইল ব্যাংক সুদক্ষ ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর অধীনে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে এটি ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ২০০৪ সালের ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এটি নিবন্ধিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন ধরনের ব্যাংকিং পরিসেবা দিয়ে থাকে। যার মধ্য রয়েছে- রিটেইল ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ইসলামি ব্যাংকিং, সম্পদ ব্যাবস্থপনা, ক্যাপিটাল মার্কেট এবং বৈদেশিক বাণিজ্য। একুশে সংবাদ // পপি // রাজি // ২৪.০৪.১৭
Link copied!