AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোল চেকপোষ্ট কাষ্টমসে বিপুল পরিমান মার্কিন ডলার ও ভারতীয় রুপি উদ্ধার


Ekushey Sangbad

০৫:৫৩ পিএম, এপ্রিল ১৯, ২০১৭
বেনাপোল চেকপোষ্ট কাষ্টমসে বিপুল পরিমান মার্কিন ডলার ও ভারতীয় রুপি উদ্ধার

ইয়ানুর রহমান : বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস তল্লাশি কেন্দ্র থেকে ২১ হাজার ৩ শত মার্কিন ডলার ও সাড়ে ৮ লাখ ভারতীয় রুপি সহ ৪ জন পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাষ্টমস গোয়েন্দারা। বুধবার সকাল সাড়ে ৮ টার সময় তাদের কাষ্টমস বাউন্ডারীরর ভিতর থেকে আটক করা হয়। আটককৃতরা হলো মানিকগঞ্জ জেলার দক্ষিন ভান্ডারীয়া গ্রামের মোতালেবের ছেলে জামাল হোসেন (৪৮) একই জেলার তিল্লি শাটুরিয়া গ্রামের কাদের খানের ছেলে কবির খান (৩০) শরীয়তপুর জেলার নরিয়া গ্রামের হাবিবুরের ছেলে বরকত হোসেন (৫০) ও শরিয়ত পুর জেলার নরিয়া থানার মুলপাড়া গ্রামের হাবিবুরের ছেলে উজ্জল হোসেন (২৮)। বেনাপোল চেকপোষ্টে কাষ্টমস গোয়েন্দা শাখার এডি সাদিক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর চাঁদ মাহমুদ সহ কয়েকজন কাষ্টমস কর্মকর্তা চেকপোষ্ট কাষ্টসম এর ভিতর পর্যবেক্ষন করা হয়। এ সময় ভারত থেকে এসে কাষ্টমস এর বাহিরে ঐ চারজন অপেক্ষা করায় এবং সংবাদের সাথে তাদের মিল থাকায় কাষ্টমস এর ভিতর ডেকে তাদের তল্লাশি করা হয়। তখন তাদের শরীরে থাকা বিশেষ কায়দায় লোকানো থাকা মার্কিন ২১ হাজার ৩ শত ডলার এবং ভারতীয় সাড়ে ৮ হাজার রুপি উদ্ধার করা হয়। উদ্ধার কৃত টাকা বাংলাদেশ থেকে স্বর্ন পাচারের টাকা বলে অনেক ধারনা করছে। কাষ্টমস কর্মকর্তারা তদন্ত না করে কিসের টাকা জানাতে অপারাগতা প্রকাশ করছে। কাষ্টমস এডি সাদিক হোসেন জানান আটককৃত টাকা কাষ্টমস হাউজের শুল্ক গুদামে জমা করা হবে। এবং ভারত থেকে টাকা আনা পাসপোর্টযাত্রীদের বেনাপোল পোর্ট থানায় হন্তান্তর করা হবে বলে তিনি জানান। একুশে সংবাদ /ইয়ানুর/১৯.০৪.২০১৭
Link copied!