AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১০ কিশোর ভারত থেকে দেশে ফিরলো


Ekushey Sangbad

০৪:৩১ পিএম, মার্চ ৩০, ২০১৭
১০ কিশোর ভারত থেকে দেশে ফিরলো

একুশে সংবাদ : দীর্ঘ সময় পর দেশে ফিরেছে ভারতের পশ্চিমবঙ্গের সরকারি হোমে থাকা ১০ কিশোর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিমবঙ্গের হিলি সীমান্ত দিয়ে তাদেরকে বিজিবি’র হাতে তুলে দেয় বিএসএফ। এর আগে, হোম থেকে কিশোরদের এসকর্ট করে হিলি সীমান্তে আনা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন হিলি ইমিগ্রেশনের ওসি নাজির হোসেন, শুভায়ন হোমের কর্মকর্তা পরেশ হাজরা, দক্ষিণ দিনাজপুর জেলা ‘চাইল্ড লাইন’র সেন্টার কো-অর্ডিনেটর সুরজ দাস, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের (ডিসিপিইউ) সুবোধ দাস, বাংলাদেশ ইমিগ্রেশনের ওসি আখতাব হোসেন, বিএসএফ ও বিজিবি’র কর্মকর্তারা। দেড় থেকে দুই বছর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সরকারি হোম ‘শুভায়ন’এ ছিল এই কিশোররা। এরা হলো মোহামদ রাওয়াল হোসেন মেলকর (পটুয়াখালি), সুজন ইসলাম (পঞ্চগড়), মোহাম্মদ রহমান কবির (দিনাজপুর), মোহাম্মদ সুজন (দিনাজপুর), মোহাম্মদ মোকদুল ইসলাম (ঠাকুরগাঁও), মোহাম্মদ জিয়াউল কাজি (জয়পুরহাট), সোহেল রানা (চাঁপাইনবাবগঞ্জ), মোহাম্মদ জানারুন ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), মোহাম্মদ অসিম আক্রাম (চাঁপাইনবগঞ্জ), এনামুল হক (পাবনা)। এদের কেউ দালালের পাল্লায় পড়ে কাজের খোঁজে, কেউ ঘুরতে গিয়ে, কেউবা পাচার হয়ে হিলি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সেসময় এদের আটক করে বিএসএফ। এরপরই তাদের পাঠিয়ে দেয়া হয় শুভায়ন হোমে। একুশে সংবাদ // পপি // বিবা // ৩০.০৩.১৭
Link copied!