AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশিয়া আওয়ামী লীগের ৭ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


Ekushey Sangbad

০৭:৩৯ পিএম, মার্চ ২৯, ২০১৭
রাশিয়া আওয়ামী লীগের ৭ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

একুশে সংবাদ রাশিয়া প্রতিনিধি : রাশিয়া আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত , ২০১৭ইং তারিখে রাশিয়া আওয়ামী লীগের ৭ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মস্কোর ‘টক অব দ্যা টাউন’ রেস্টুরেন্টে এই সম্মেলনের আয়োজন করা হয়। উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রাশিয়া আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতা কর্মীদের পদচারনায় সম্মেলন স্থল মুখরিত হয়ে উঠে। জাতীয় সঙ্গীতের সুরে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে শোক প্রস্তাব পাঠ করা হয়। রাশিয়া আওয়ামী লীগের সভাপতি ডা. মোতালিব পাটওয়ারী বাহারের সভাপতিত্বে সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন সিআইপি।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সভাপতি ডা. মোতালিব পাটওয়ারী বাহার সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান। দেশের মত প্রবাসে, এমন কি রাশিয়ায়ও কাউয়া, হাইব্রিড, অতিতি পাখী, শীতের পাখী এবং সুযোগ সন্ধানীরা আছে বলে তিনি উল্লেখ করেন। এদের কাছ থেকে সংগঠনের ত্যাগী নেতা ও কর্মীরা আওয়ামী লীগকে রক্ষা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সহসভাপতি প্রকৌশলী মোঃ হাসিবুর রহমান, ডা. শেখ হাবিবুর রহমান, প্রবীর কুমার সরকার, ইব্রাহীম তালুকদার, যুগ্ম সম্পাদক আহসানুল কবির লিন্টু, সাংগঠনিক সম্পাদক অম্বরেশ দেবনাথ, এম এম সেলিম আহমেদ, জাহাঙ্গীর আলম, রাশিয়া ছাত্র লীগের সভাপতি আজিজুল বারী তানভীর, সাধারণ সম্পাদক মোঃ শামীম, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ খান ও কল্লোল দাস সহ আরো অনেকে। পরে নির্বাচন কমিশনার প্রেমানন্দ দেবনাথ রাশিয়া আওয়ামী লীগের পরবর্তী কমিটির সভাপতি ডা. মোতালিব পাটওয়ারী বাহার ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন বলে ঘোষনা করেন।সব শেষে ‘রাশিয়া আওয়ামী লীগের ২৫ বছর’ ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বরুপ সন্যালের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একুশে সংবাদ/রা-প্রতিনিধি/২৯.০৩.১৭
Link copied!