AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত


Ekushey Sangbad

০৬:৪৭ পিএম, মার্চ ৮, ২০১৭
নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ “নারী পুরুষ সমতা, উন্নয়নের যাত্রা, বদলে দিবে বিশ্ব কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁ সদর সহ অন্যান্য উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নওগাঁ: নারী পুরুষ সমতা, উন্নয়নের যাত্রা, বদলে দিবে বিশ্ব কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে নওগাঁ সার্কিট হাউজ এর সামনে থেকে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ে গিয়ে শেষ হয়। নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে সুজন নওগাঁ জেলা কমিটি ও জাতীয় কন্যাশিশু এ্যডভোকেসি ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা, র‌্যালী ও মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় নারী কল্যান সমিতির সদস্য বেগম শাহিন মনোয়ারা হক। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আ,ত,ম আব্দুল্লাহেল বাকী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম খান,  নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা ও জেলা পরিষদের মহিলা মেম্বার পারভীন আকতার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ,কে,এম বাদশা মিঞা, সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় কন্যা শিশু এ্যডভোকেসি ফোরামের আহবায়ক মাহমুদুন নবী বেলাল প্রমুখ। পত্নীতলাঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং ওয়েভ ফাউন্ডেসনের সহযোগীতায় বুধবার বেলা ১০টায় একটি বর্নাঢ়্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা” এবছর দিবসটির এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইছাহাক হোসেন, নির্মল কুমার ঘোষ, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ফাতেমা জিন্না ঝর্না। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা সংস্থার সদস্য সচিব খাদিজাতুল কোবরা মুক্তা। এসময় উপস্থিত ছিলেন পতœীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, জাতীয় মহিলা সংস্থার আমিনুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ। সভায় বক্তারা বলেন, নারীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারলে গোটা জাতি মর্যাদার আসনে বসবে। নারীর গৌরবোজ্জল ইতিহাস পর্যালোচনা করে আমাদের মানসিকতা বদলাতে হবে। কর্মক্ষেত্রে নারীদের সমান সুযোগ সৃষ্টি হয়েছে, সরকার নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় নানামুখি কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের পুরুষ তান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে সবাইকে মানুষ হিসেবে বিবেচনায় নিতে হবে। সাপাহারঃ “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলাইমান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, নির্বাচন অফিসার মহা. তোজাম্মেল হক, সমবায় অফিসার লুৎফর রহমান প্রমুখ। এবাদের জেলার অন্যান্য উপজেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। একুশে সংবাদ // তানভীর // ০৮.০৩.২০১৭
Link copied!