AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলা


Ekushey Sangbad

১২:২৪ পিএম, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বাংলা

একুশে সংবাদ  : *ফেব্রুয়ারির গান প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের লুত্ফর রহমান রিটন রচিত ‘ফেব্রুয়ারির গান’ কবিতা নিয়ে আলোচনা করব। প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো। ১. মনের কথা কীভাবে বলব? ক. মায়ের ভাষায় খ. বাবার ভাষায় গ. দাদার ভাষায় ঘ. মামার ভাষায় উত্তর: ক. মায়ের ভাষায় ২. পাখির গানে সবার প্রাণ কেমন হয়? ক. বিরক্ত খ. মুগ্ধ গ. রাগ ঘ. খুশি উত্তর: ক. মুগ্ধ ৩. নদীর অপর নাম কী? ক. স্রোতস্বিনী খ. পুকুর গ. সমুদ্র ঘ. খাল উত্তর: ক. স্রোতস্বিনী ৪. ফুলের সাথে কে কথা বলে? ক. প্রজাপতি খ. হরিণ গ. মানুষ ঘ. পাখি উত্তর: ক. প্রজাপতি ৫. ফেব্রুয়ারির গান কাদের রক্তে লেখা? ক. ভাইয়ের খ. মামার গ. বাবার ঘ. মানুষের উত্তর: ক. ভাইয়ের ৬. ‘ফেব্রুয়ারির গান’ কবিতাটি কে রচনা করেছেন? ক. আহসান হাবিব খ. লুত্ফর রহমান রিটন গ. লুত্ফর রহমান সরকার ঘ. সুকুমার রায় উত্তর: খ. লুত্ফর রহমান রিটন ৭. ‘সমুদ্দুর’-এর সমার্থক শব্দ কোনটি? ক. নদী খ. ঊর্মি গ. সাগর ঘ. তেপান্তর উত্তর: গ. সাগর ৮. বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে কী বলে? ক. প্রতিধ্বনি খ. প্রতিচ্ছবি গ. প্রতিরোধ ঘ. প্রতিশব্দ উত্তর: ক. প্রতিধ্বনি ৯. ‘বাহার’ অর্থ কী? ক. বিমোহিত খ. আনন্দিত গ. সৌন্দর্য ঘ. খুশবু উত্তর: গ. সৌন্দর্য ১০. পাতা ও স্বর্ণলতা কার গানে মুগ্ধ হচ্ছে? ক. ঝরনার খ. গাছের গ. পাহাড়ের ঘ. প্রজাপতির উত্তর: খ. গাছের প্রশ্ন: শব্দগুলোর সমার্থক শব্দ লেখো। উত্তর: প্রদত্ত শব্দ সমার্থক শব্দ বিমোহিত আনন্দিত, মুগ্ধ সাগর সমুদ্র, সমুদ্দুর ঊর্মি ঢেউ, তরঙ্গ ফুল পুষ্প, কুসুম নদী স্রোতস্বিনী, তটিনী পাখি বিহঙ্গ, পক্ষী পাহাড় গিরি, শৈল গাছ বৃক্ষ, তরু প্রশ্ন: প্রদত্ত যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো ও গঠিত শব্দ প্রয়োগ করে বাক্য তৈরি করো। গ্ধ, স্ব, দ্দ, ধ্ব, ষ্ম, ন্দ, ক্ত, স্ম উত্তর: প্রদত্ত যুক্তবর্ণ শব্দ বাক্যে প্রয়োগ গ্ধ মুগ্ধ লালন সাঁই ও হাসন রাজার গান আমাদের মুগ্ধ করে। স্ব স্বর্ণ মেঠোপথের দুপাশের স্বর্ণলতা যেন রাস্তা আলো করে রেখেছে। দ্দ সমুদ্দুর সাতসমুদ্দুর তেরো নদীর পাড়ে ছিল রূপকথার এক দেশ। ধ্ব ধ্বনি মিছিলের স্লোগানগুলো ধ্বনি-প্রতিধ্বনি তুলে চারদিক মুখরিত করে তুলেছে। ষ্ম গ্রীষ্ম গ্রীষ্ম ঋতুতে অনেক গরম পড়ে। ন্দ ছন্দ ফুলের সাথে ছন্দ-সুরে প্রজাপতিও নাচে। ক্ত রক্ত ভাষাশহীদরা বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রেখেছে। স্ম স্মরণীয় একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। *বাকি অংশ ছাপা হবে সিনিয়র শিক্ষক আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা একুশে সংবাদ // পপি // প্রআ // ২৭.০২.১৭
Link copied!