AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রী দেশের প্রথম সৌর খাদ্যগুদাম উদ্বোধন করলেন


Ekushey Sangbad

০৬:০৪ পিএম, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
প্রধানমন্ত্রী দেশের প্রথম সৌর খাদ্যগুদাম উদ্বোধন করলেন

একুশে সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম সৌর খাদ্যগুদাম উদ্বোধন করেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সান্তাহারে ২৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য ধারণক্ষমতাসম্পন্ন বহুতল খাদ্যগুদাম (সাইলো) উদ্বোধন করেছেন। এটি সৌরশক্তির সাহায্যে পরিচালিত হবে এবং এখানে সারা বছর খাদ্যশস্য মজুত থাকবে। প্রধানমন্ত্রী খাদ্যগুদাম প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন। বাংলাপ্রধানমন্ত্রী খাদ্যগুদাম প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন। বাংলা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় প্রায় ২৩২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে খাদ্য অধিদপ্তর এই আধুনিক শীতাতপনিয়ন্ত্রিত সাইলোটি নির্মাণ করে। এখানে খাদ্যশস্য সারা বছর একটি নিয়ন্ত্রিত তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে খাদ্যগুণ অটুট থাকবে। প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে সাইলোটি ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাঁর সরকার খাদ্য মজুত বাড়ানোর জন্য । ২০২১ সাল নাগাদ দেশ শতভাগ খাদ্য মজুতের সক্ষমতা অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সংসাদ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। একুশে সংবাদ // পপি // প্রআ // ২৬.০২.১৭
Link copied!