AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাসনের অধিকার আছে,গায়ে হাত দেওয়ার অধিকার নেই : ওবায়দুল


Ekushey Sangbad

০৩:৫৫ পিএম, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
শাসনের অধিকার আছে,গায়ে হাত দেওয়ার অধিকার নেই : ওবায়দুল

একুশে সংবাদ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী পরিবারের সদস্য হিসেবে টাঙ্গাইলের সংসদ সদস্যকে (এমপি) শাসনের অধিকার তাঁর আছে। তবে গায়ে হাত দেওয়ার অধিকার নেই তাঁর। আজ রোববার জাতীয় ঈদগাহের গেটের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অননুমোদিত ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযানের কার্যক্রম পরিদর্শন শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল। ‘আপনার হাতে টাঙ্গাইলের একজন সংসদ সদস্য লাঞ্ছিত হয়েছিল বলে অভিযোগ উঠেছে’ বলে এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মন্তব্য জানতে চান এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে নো কমেন্টস। আর সংসদ সদস্য তো বলে দিয়েছেন, সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’ পরে ওবায়দুল আবার বলেন, ‘আওয়ামী লীগ একটি পরিবার। এ পরিবারের সদস্যদের শাসন করার অধিকার আমার রয়েছে। কিন্তু তাঁর গায়ে হাত দেওয়ার অধিকার আমার নেই। আর সেটা (লাঞ্ছিত হওয়ার ঘটনা) সংসদ সদস্য (ছানোয়ার হোসেন) বলেনি।’ ‘সেখানে কোনো সাংবাদিক ছিল না। ওটা কোনো আনুষ্ঠানিক সভাও ছিল না। এটাকে সাজিয়ে-গুছিয়ে লেখা হয়েছে। যেখানে সংসদ সদস্য অস্বীকার করেছেন, সেটাকে নিয়ে এত তেতো বানানোর কোনো প্রয়োজন ছিল না।’ সাজা হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন—দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা তিনি অন্য কারণে বলেছেন। আমি বুঝি না বিএনপি নেতারা কেন ধরেই নিয়েছেন, মামলায় বেগম জিয়ার দণ্ড হবে। এটা এখনো যদির মধ্যে আছে, দণ্ড হলেও হতে পারে। মামলা যখন হয়েছে, দণ্ড হলেও হতে পারে, না-ও হতে পারে। ‘আদালত তাঁকে (খালেদা জিয়া) খালাসও দিয়ে দিতে পারেন। এটা আদালতের বিষয়। তাই আমি আগাম কীভাবে বলব, তিনি (খালেদা জিয়া) জেলে যাবেন?’ ওবায়দুল কাদের বলেন, ‘মওদুদ সাহেব তো একজন বিজ্ঞ আইনজীবী। তিনি ভালো করেই জানেন, নিম্ন আদালতে একটা রায় হলে, সে রায়টা হয়তো তিনি (মওদুদ আহমদ) ভেবেছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে করিয়ে চূড়ান্ত রায় হতে সময় নেবেন। এ সময়ের মধ্যে হয়তো নির্বাচনের সময় এসে যাবে। তাই এই বোধ থেকেই হয়তো তিনি এ মন্তব্য করেছেন।’   একুশে সংবাদ // এস এম // এনবি // ২৬.০২.২০১৭
Link copied!