AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাশরাফির আঙুলের চোট উন্নতির পথে


Ekushey Sangbad

০৩:২৫ পিএম, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
মাশরাফির আঙুলের চোট উন্নতির পথে

একুশে সংবাদ : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ডানহাতের আঙুলে আঘাত পান মাশরাফি বিন মুর্তজা। আঙুলে চিড় ধরার ফলে পাঁচ-ছয় সপ্তাহ বাংলাদেশের সীমিত ওভারের এই অধিনায়ককে মাঠের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়। ইতোমধ্যেই সে ছয় সপ্তাহ পেরিয়ে গেছে। ৩৩ বছর বয়সী মাশরাফির আঙুলের চোট এখন উন্নতির পথে। রুটিন ওয়ার্ক হিসেবে গতকাল শনিবার দুপুরে মাশরাফির আঙুলে স্ক্যান করা হয়েছে। স্ক্যান রিপোর্ট অনুযায়ী আরও একটু সময় অপেক্ষা করতে হচ্ছে ডানহাতি এই পেসারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন আগামী মাসের শুরুতেই বল হাতে দেখা যাবে মাশরাফিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একটা রুটিন স্ক্যান। এরই মধ্যে প্রায় ছয় সপ্তাহ শেষ হয়ে গেছে। তবে তার আঙুল উন্নতির দিকে। সাধারণত ৬-৭ সপ্তাহের মধ্যে ঠিক হয়। কিন্তু এখানে হয়তো আট সপ্তাহের মতো লেগে যাবে। তবে শ্রীলঙ্কা সিরিজে এটা কোনও প্রভাব ফেলবে না। ’ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামার ব্যাপারে আশাবাদী মাশরাফি বলেন, ‘শনিবার স্ক্যান করানো হল। এখন সমস্যা নেই। আশা করি খুব দ্রুতই বল হাতে নেওয়ার সুযোগ পাব। শ্রীলঙ্কা সফর শুরু হলেও ওয়ানডে শুরু হতে এখনও বেশ দেরি আছে। আশা করি ২৫ মার্চের আগে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামার মতো ফিট হতে পারব।       একুশে সংবাদ // এস এম // বাপ্র // ২৬.০২.২০১৭
Link copied!