AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিসি'র স্থায়ীভাবে টেস্ট মর্যাদা না দেওয়ার সিদ্ধান্ত


Ekushey Sangbad

১০:৪৩ এএম, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আইসিসি'র স্থায়ীভাবে টেস্ট মর্যাদা না দেওয়ার সিদ্ধান্ত

একুশে সংবাদ  : ক্রিকেটে সংস্থা, আইসিসি নতুন করে টেস্ট ক্রিকেটের কাঠামোতে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনছে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তারা এই মাসের শুরুতে দুই বছরব্যাপী টেস্ট লিগের প্রস্তাব করেছেন বলে জানা গেছে। জানা যায়, এই লিগের অন্তর্ভুক্ত হবে অ্যাশেজের মতো সিরিজগুলোও। প্রথম স্তরে থাকবে বাংলাদেশসহ র‍্যাংকিং এর প্রথম নয়টি দেশ। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান নিয়ে গঠিত হবে আরেকটি টেস্ট লিগ। এছাড়াও আরও একটি সংস্কার আনতে যাচ্ছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি স্থায়ীভাবে কোন দেশকে টেস্ট মর্যাদা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি পাঁচ বছর পরপর দলগুলোর সাফল্য-ব্যর্থতার ওপর নির্ভর করবে তাদের টেস্ট মর্যাদা থাকবে কি থাকবে না। মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পূর্ণ সদস্য দলগুলোর সদস্য পদ। পাঁচ বছর পর দলের সাফল্য যদি ভালো হয়, তাহলেই থাকবে টেস্ট স্ট্যাটাস আর সাফল্যের পরিসংখ্যান নিম্নমুখী হলে টেস্টের মর্যাদা হারাতে হবে। ইতোমধ্যেই পূর্ণ সদস্য দেশগুলোর কাছে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে দিয়েছে সংস্থাটি। তবে সবকিছুই এখন সুপারিশের অপেক্ষায় রয়েছে। আগামী এপ্রিল মাসের সভায় সুপারিশগুলো গৃহীত হবে বলে ধারণা করা হচ্ছে। আর এমনটি হলে বদলে যাবে চিরাচরিত ক্রিকেটের ধারণা।   সূএ : বিডি-প্রতিদিন একুশে সংবাদ // এম এম // বাপ্র // ২৪.০২.২০১৭
Link copied!