AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ৬০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট


Ekushey Sangbad

১০:২৮ এএম, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ৬০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট

একুশে সংবাদ : ঢাকা, টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ৬০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।তীব্র যানজট থাকায় এ রোডে চলাচলকারী যাত্রীদের মাঝে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।আজ শুক্রবার মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়। আজ শুক্রবার গভীর রাত থেকে এ যানজট আরো তীব্র হতে থাকে। শুক্রবার মহাসড়কের মির্জাপুর বাইপাস, দেওহাটা ও পাকুল্যা এলাকায় গিয়ে দেখা গেছে, যানজটে স্থবির হয়ে পরেছে পুরো মহাসড়ক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে মহাসড়কের জামুর্কি এলাকায় এক সেনা কর্মকর্তার প্রাইভেটকার ও বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে প্রাইভেটকারটি দুমড়ে যায়। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে যানজট তীব্র আকার ধারণ করে। বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে মহাসড়কের দুই পাশে যানজট শুরু হয়। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ খবর পেয়ে বিকল হওয়া ট্রাকটি সরানোর চেষ্টা করে। এদিকে মহাসড়কের কালিয়াকৈর ওভার ব্রিজের উপর পর পর কয়েকটি ট্রাক ও বাস বিকল হয়ে পরায় যানজট আরো তীব্র থেকে তীব্র হতে থাকে। এই যানজটের ফলে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের বাইপাস পর্যন্ত এই ৬০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটে আটকে থাকা যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উত্তরাঞ্চলের ২২ টি জেলার যানবাহন এবং টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল করে আসছে। যানজটে স্থবির হয়ে পরেছে পুরো মহাসড়ক।     একুশে সংবাদ // এম এম // ইফা // ২৪.০২.২০১৭
Link copied!