AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে কোলকাতা থেকে ঢাকায় সাইকেল চালিয়ে


Ekushey Sangbad

১২:৪২ পিএম, ফেব্রুয়ারি ২২, ২০১৭
মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে কোলকাতা থেকে ঢাকায় সাইকেল চালিয়ে

একুশে সংবাদ  : ভাষার টানে, উৎসব-পার্বনে, শেকড়ের সন্ধানে-চলো বাংলাদেশ শিরনামে, ভারত বাংলাদেশ মৈত্রী সফর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানতে পর্যটন বিচিত্রার আমন্ত্রণে কোলকাতা থেকে ঢাকায় সাইকেল চালিয়ে এসেছেন ১৮ পর্যটকের একটি দল।   আজ সকালে ভারত বাংলাদেশ মৈত্রী ভ্রমন- চলো বাংলাদেশ এর প্রধান আয়োজক ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল এর নেতৃত্বে শহিদ মিনারে পুস্প অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় দলটির সদস্যবৃন্দ। এরপর বেসামরিক বিমান–পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় মন্ত্রী মহাদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয় আগত অতিথিবৃন্দ।   পর্যটন মন্ত্রী বলেন ভাষার টানে , উৎসব-পার্বনে, শেকড়ের সন্ধানে-চলো বাংলাদেশ এই শিরনামের মধ্যেই আজকে আমার বক্তব্য অন্তনিহিত রয়েছে। পর্যটন শিল্প ভারত বাংলাদেশ মৈত্রী আরও সুদৃঢ় করবে। আপনাদের আগমনের মধ্য দিয়ে তার প্রমান মিলেছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সার্থকতা লাভ করেছে।আগত পর্যটকদের মাধ্যমে ভারতের অনান্য পর্যটকদের একই ভাবে আগামি পহেলা বৈশাখে সার্বজনিন মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহনের আমন্ত্রণ জানিয়েছেন মাননীয় মন্ত্রী। ছয় দিনে এই সাইকেল ভ্রমণে ০৮ বছরের কিশোর থেকে ৬৮ বছরের বৃদ্ধ অংশগ্রহন করেছেন। যাদের মধ্যে শিল্পি-সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, সহ পর্যটন শিল্প সংগঠক রয়েছে।পথে পথে যে গানটি মানুষকে মুগ্ধ করেছে তা হলো- “বাংলা ভাষা হয়না ভাগ। বাংলা ভাষায় আমরা এক”।     একুশে সংবাদ // এম এম // ২২.০২.২০১৭
Link copied!