AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেশি কিছু চাওয়া পাওয়ার নেই-স্পর্শিয়া


Ekushey Sangbad

০৪:১৯ পিএম, ফেব্রুয়ারি ২০, ২০১৭
বেশি কিছু চাওয়া পাওয়ার নেই-স্পর্শিয়া

একুশে সংবাদ : মডেল অভিনেত্রী স্পর্শিয়া। অনেক দিন থেকেই ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। এবার ছোটপর্দার গণ্ডি পেরিয়ে সিনেমায় কাজ শুরু করেছেন এই মডেল অভিনেত্রী। অনন্য মামুনের পরিচালনায় বন্ধন সিনেমায় চিত্রনায়ক শিপনের বিপরীতে তাকে দেখা যাবে। ইতোমধ্যেই এর ৬০ ভাগ কাজ শেষ করেছেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন তিনি। এ সম্পর্কে স্পর্শিয়া বলেন, ‘আমি কাজটি উপভোগ করছি। আমার ভীষণ ভালো লাগছে কাজটি করতে পেরে। তবে সিনেমার জন্য আমি ছোটপর্দা থেকে সরে আসতে পারব না। আমি টেলিভিশন নাটক ও টেলিফিল্মে নিয়মিত কাজ করতে চাই। সিনেমাটি মুক্তি পাওয়ার পর চিন্তা করব পরবর্তী সময়ে আর কোনো সিনেমায় কাজ করব কি না। এমনও হতে পারে এটিই আমার প্রথম এবং এটিই আমার শেষ সিনেমা। আর আমাদের সিনেমা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। আমার আসলে বেশি কিছু চাওয়া-পাওয়া নেই। মনের মতো কাজ করতে পারলেই আমি খুশি।’ এদিকে ইমরাউল রাফাতের পরিচালনায় ইটিশ পিটিশ নামে একটি ডকুড্রামা আগামী ২৩ ফেব্রুয়ারি থার্ড বেল থেকে প্রকাশ করা হবে। এখানে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। শুধু নাটক টেলিফিল্ম বা বিজ্ঞাপন চিত্র নয় মিউজিক ভিডিওতেও বেশ নজর কেড়েছেন স্পর্শিয়া। শিগগিরই নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করবেন তিনি। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার মিউজিক ভিডিওগুলোর জন্য দর্শকদের কাছে বিশেষভাবে সাড়া পাই। তাই এই কাজটি স্বাচ্ছন্দ্য নিয়েই করি। শিগগিরই নতুন যে কাজটি করব আশা করি এটিও সবার পছন্দের তালিকায় থাকবে।’ এদিকে নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়ালেও একটু আফসোস রয়েছে তার। স্পর্শিয়া বলেন, ‘অনেক কাজ করি। অনেক কাজই করছি। কিন্তু ভালো অভিনয় করতে পারছি না। এজন্য দুঃখ লাগে। মনের মতো গল্প পাই না। পেলেও তাড়াহুড়া করে কাজ করতে হয়। আর এজন্য পরিচালকের কিছুই করার থাকে না। কারণ বাজেট কম। কীভাবে ভালো কাজ তৈরি হবে। তারপরও এত কম বাজেটে আমাদের যে নাটক তৈরি হয় এটাও অনেক ভালো।’ একুশে সংবাদ // পপি // সখ // ২০.০২.১৭
Link copied!