AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলশোঁধায় অন্যরকম দিন


Ekushey Sangbad

০১:৪২ পিএম, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
নলশোঁধায় অন্যরকম দিন

একুশে সংবাদ : অনেকেই বাবার স্মৃতি ভুলে যান। কেউ কেউ আবার তা আঁকড়ে ধরে থাকেন। চিত্রনায়ক নাঈম দ্বিতীয় দলের মানুষ। জমিদার পরিবারের এই সন্তান নিজের বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে একদশক আগে ‘খাজা মুরাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর যাত্রা শুরু করেন। টাঙ্গাইলের পাথরাইল ইউনিয়নের নলশোঁধা গ্রামে এটি অনুষ্ঠিত হয়। নাঈমেরই হাত ধরে প্রতিষ্ঠিত ‘নলশোঁধা যুব সংঘ’ এটির আয়োজন করে। গেলো শুক্রবার নলশোঁধায় এই টুর্নামেন্টের ‘টি-টোয়েন্টি’ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ১৬টি গ্রামের বেশকয়েকটি দল অংশ নেয়। খেলার উদ্বোধক হিসেবে নাঈমের নিমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হায়াত। সঙ্গে তার স্ত্রী শিরীন হায়াতকেও দেখা গেছে। আবুল হায়াতের উপস্থিতি এতে নতুন মাত্রা যোগ করে। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর এ্যানি ও শিশুশিল্পী এ্যামিলির নৃত্য পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। পাশাপাশি নাটিকাও পরিবেশন করা হয়। জুম্মার নামাজের পরই আবুল হায়াত ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় নাঈমের করা বোলিংয়ে আবুল হায়াত ব্যাটিং করেন। খ্যাতিমান এই অভিনেতা ও পরিচালক বলেন, ‘সত্যিই এমন একটি পরিবেশে এসে নিজেকে ধন্য মনে করছি। আমি যে সত্যিকার অর্থে কতোটা ক্রিকেটপাগল মানুষ, তা আমার স্ত্রীই সবচেয়ে ভালো জানেন। আমি এখনো ক্রিকেট ছাড়া কিচ্ছু বুঝি না। আমি একসময় খুব ভালো ক্রিকেট খেলতাম, সেটা ব্যাটিং এবং বোলিংয়েও। তাই আজ এখানে এসে ফেলে আসা দিনের কথা খুব মনে পড়ছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই নাঈম ও শাবনাজকে। কারণ তাদের আহ্বানেই এমন চমৎকার পরিবেশ নিজের চোখে দেখতে পেলাম।’ নাঈম বলেন, ‘পুরো এলাকাবাসী আজ আনন্দিত হায়াত ভাইয়ের উপস্থিতিতে। এমন বরেণ্য মানুষ এই গ্রামে এসে সময় কাটালেন এটা আমাদের জন্য সৌভাগ্যের। এলাকার যুব সমাজ যেন বিপথে না যায়, গ্রামে প্রাকৃতিক পরিবেশ যেন ভারসাম্যে থাকে, বাল্যবিয়ে প্রতিরোধ-যৌতুক নেয়া যেন বন্ধ হয়, পাশাপাশি গ্রামের মানুষ যেন শান্তিতে থাকে, এজন্য আমি গ্রামেই পড়ে থাকি। গ্রাম নিয়ে কাজ করি। আমার জন্য সবাই দোয়া করবেন।’ উল্লেখ্য ফাইনাল খেলায় অংশ নেয় ‘করটিয়া ক্রিকেট দল’ ও ‘ম্যাসিভ এ আর’। এরমধ্যে করটিয়া ক্রিকেট দল তিন উইকেটে জয়লাভ করে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাবনাজ-নাঈম। তাদের সহযোগিতা করেছেন শাবনাজের ছোট বোন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ ও তার স্বামী মনিরুল আলম। একুশে সংবাদ // পপি // নদি // ১৯-০২-১৭
Link copied!