AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ই-টোকেন ছাড়াই ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন


Ekushey Sangbad

০৪:৪১ পিএম, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ই-টোকেন ছাড়াই ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন

একুশে সংবাদ : ই-টোকেন ছাড়াই ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন করা যাবে।’ এই শিরোনামের সংবাদটি বাংলাদেশি টুরিস্টদের জন্য মহাখুশিরই বটে। কারণ, এর আগেই ভারত সরকার শুরু করেছে ই-টোকেন ছাড়াই মেডিক্যাল ভিসা প্রদান কর্মকা-। এধরনের আরও একটি সংবাদ জেনেছি, কুটনৈতিকদের পরিবার পরিজনরাও ই-টোকেন ছাড়া ভিসার আবেদন করতে পারবেন। তাদের সন্তানরা যাদের বয়স ১৮ বছরের নিচে তারাও যাতে সহজ পদ্ধতিতে ভিসা পেতে পারে তারও ব্যবস্থা ভারত নিয়েছে। ভারত সরকারের এই পদ্ধতি সত্যিকার অর্থেই বন্ধুসুলভ আচরণের বহি:প্রকাশ। আমরা তাঁদের পদ্ধতিকে সাধুবাদ জানাচ্ছি, তবে পদ্ধতিতে কিছুটা মারপ্যাঁচ রয়েছে, যে মারপ্যাঁচে পড়ে বাংলাদেশের অনেক রোডের টুরিস্টরা দালালের খপ্পরে অথবা চরম হয়রানীর শিকার হতে বাধ্য। যেমন, টুরিস্ট ভিসা করতে হলে ভারত সরকার শর্ত দিয়েছেন, আন্তর্জাতিক রোডের ট্রেন, বাস অথবা বিমানের টিকেট আবেদনের সাথে উপস্থাপন করতে হবে। ভাল কথা, যৌক্তিক পদ্ধতি, কিন্তু সব বোর্ডার যে আন্তর্জাতিক রোড নয় সেটাও ভারত সরকার ভাল করে জানেন, তবে ওই সমস্ত রোডের টুরিস্টরা কোন পদ্ধতিতে ভিসা পাবেন সেটা পরিষ্কার করা হয়নি। এক্ষেত্রে আমার মত অনেকেরই মতামত, যে সমস্ত বোর্ডার আন্তর্জাতিক রোড নয়, ওই সমস্ত বোর্ডারের টুরিস্টদের ভিসা পাওয়ার জন্য, ‘ভারত ভ্রমনের যেকোন ভারতীয় অভ্যন্তরীন ট্রেন, বাস, বিমানের টিকেট’ ভিসা আবেদনপত্রের সাথে সংযুক্ত করে, ভিসা পাওয়ার আবেদন করার পদ্ধতি চালুর ব্যবস্থা ভারত সরকার যদি করতে পারেন, তবে যেমন বাংলাদেশী টুরিস্টরা উপকৃত হবেন, তেমনি আন্তর্জাতিক রোডবিহীন বোর্ডারগুলো সক্রিয় থাকবে। অন্যথায় ওই সমস্ত রোড একসময় অচল হয়ে পড়ারই সম্ভাবনাই শতভাগ। একুশে সংবাদ // পপি // ডেটি // ১৭-০২-১৭
Link copied!