AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে যানজটে ক্ষতি


Ekushey Sangbad

০২:৫৮ পিএম, ডিসেম্বর ২৭, ২০১৬
রাজধানীতে যানজটে ক্ষতি

একুশে সংবাদ:    রাজধানীতে যানজটের কারণে প্রতি মাসে আর্থিক ক্ষতির পরিমাণ ২২৭ কোটি টাকা। মঙ্গলবার দুপুরে মহাখালী ব্র্যাক সেন্টার ইন-এ অনুষ্ঠিত এক সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল এ তথ্য জানান। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর যানজট নিয়ে একটি গবেষণাপত্র উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন ডিএমপি কমিশনার নাইম আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক সুলতান হাফেজ রহমান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সৈয়দ সাদ আন্দালিব প্রমুখ উপস্থিত ছিলেন। গবেষণাপত্রে কর্মঘণ্টা অপচয়, পরিবেশ দূষণ, জ্বালানি অপচয়সহ বিভিন্ন খাতে যানজটের প্রভাব তুলে ধরা হয়। গবেষণাপত্রে রাজধানীর যানজটের প্রধান কারণ হিসেবে রাস্তার অপর্যাপ্ততা, রাস্তার অপরিকল্পিত নকশা, অধিক জনসংখ্যার ঘনত্ব, প্রাইভেটকারের সংখ্যা বৃদ্ধি সর্বোপরি অপরিকল্পিত কার পার্কিংকে চিহ্নিত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, শুধু যানজটে আটকে থেকে এবং দুর্ঘটনার কারণে প্রতি মাসে দেশের এই বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হচ্ছে। গবেষণায় দেখা যায়, প্রতিদিন প্রায় ৮ দশমিক ১৬ মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে শুধু যানজটের কারণে। আর এর মধ্যে ৩ দশমিক ২০ মিলিয়ন ঘণ্টা অর্থাৎ ৪০ শতাংশ নষ্ট হচ্ছে ব্যবসায়িক কর্মঘণ্টা। একুশে সংবাদ ডট কম // ফারহানা // ২৭-১২-১৬
Link copied!