AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সম্মেলনকে কেন্দ্র করে যেসব রাস্তা বন্ধ থাকবে


Ekushey Sangbad

০৭:৪৯ পিএম, অক্টোবর ২১, ২০১৬
সম্মেলনকে কেন্দ্র করে যেসব রাস্তা বন্ধ থাকবে

একুশে সংবাদ :  আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে কাউন্সিলরদের যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় পুলিশ বেরিকেড বসাবে। এসব রাস্তা দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। ডিএমপির নির্দেশনা অনুযায়ী জানা যায়, মানিকমিয়া এভিনিউ-ফার্মগেট অভিমুখে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। রাসেল স্কয়ার-পান্থপথ অভিমুখে কোনো গাড়ি যাবে না। কাঁটাবন থেকে কোনো গাড়ি শাহবাগের দিকে আসবে না। টিএসসি থেকে দোয়েল চত্বর ও দোয়েল চত্বর থেকে টিএসসি কোনো ধরনের গাড়ি প্রবেশ করবে না। শাহবাগ থেকে মৎস্য ভবন এবং মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে কোনো গাড়ি প্রবেশ করবে না। পল্টন মোড় থেকে কোনো গাড়ি কদম ফোয়ারার দিকে আসবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে উভয় দিকের রাস্তা বন্ধ থাকবে। কাকরাইল চার্চ থেকে কাকরাইল মসজিদ অভিমুখে কোন গাড়ি প্রবেশ করবে না। কার্পেট গলি, পরীবাগ গ্যাপ, শিল্পকলা একাডেমী গ্যাপ, মিন্টোরোড ক্রসিং, অফিসার্স ক্লাব মোড় বন্ধ থাকবে এবং এসব রাস্তা হতে ভিআইপি রোডে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। ডিএমপির নির্দেশনা মোতাবেক আরো জানা যায়, উত্তরা হয়ে কাউন্সিলরদের যেসব গাড়ি আসবে তাদের মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে মগবাজার-কাকরাইল চার্চ-রাজমণি ক্রসিং-পল্টন মোড়-জিরো পয়েন্ট-আব্দুল গণি রোড-দোয়েল চত্বর দিয়ে সম্মেলন স্থল। মাওয়া থেকে আগত গাড়িগুলো সদরঘাট-বাবুবাজার-গুলিস্তান-জিরো পয়েন্ট-আব্দুল গণি রোড-পুরাতন হাইকোর্টে ক্রসিং-দোয়েল চত্বর হয়ে সম্মেলন স্থল। যাত্রাবাড়ী কাঁচপুর হতে আগত গাড়িগুলো মেয়র হানিফ ফ্লাইওভার-চাঁনখারপুল-দোয়েল চত্বর হয়ে সম্মেলন স্থল। গাবতলী থেকে আগত গাড়িগুলো মিরপুর রোড-মোহাম্মদপুর-ধানমণ্ডি-কলাবাগান-ঢাকা কলেজের সামনে- নিউমার্কেট ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-আজিমপুর ক্রসিং-পলাশী হয়ে সম্মেলন স্থল। এতে দেখা যায়, রাজধানীর যেসব গাড়ি নগর পরিবহনে চলাচল করে সেসব গাড়ি চলাচলের খুব একটা রাস্তা ফাঁকা থাকবে না। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পরিবহন মালিকদের একটি মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সম্মেলনের দুদিন রাজধানীতে পরিবহন বন্ধ রাখা হয়। এমনটাই জানান, পরিবহন শ্রমিকদের অনেকেই। তবে তারাও আওয়ামী লীগের সম্মেলন সফল হওয়ার জন্য সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এদিকে সাধারণ মানুষের পক্ষ থেকে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। তারা বলছেন, সম্মেলন হোক তবে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়। প্রয়োজনে রাজধানীতে সম্মেলনের দুই দিন ছুটি ঘোষণা করা হোক। না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে অনেকটা বিপদে পড়ে যাবে। কারণ ওইদিন বেশিরভাগ রাস্তা দিয়ে কাউন্সিলরদের গাড়ি আসবে বিধায় ওইসব রাস্তায় সাধারণ কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। একুশে সংবাদ ডটকম//এমএ//২১-১০-২০১৬
Link copied!