AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নব্য জেএমবির আমিরই নিহত আব্দুর রহমান


Ekushey Sangbad

০৭:৩৫ পিএম, অক্টোবর ২১, ২০১৬
নব্য জেএমবির আমিরই নিহত আব্দুর রহমান

একুশে সংবাদ :  সাভারের আশুলিয়ায় নিহত আবদুর রহমানই নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহান। তিনি শাইখ আবু ইব্রাহীম আল হানিফ নামেও পরিচিত। শুক্রবার সকাল সাড়ে ১১টায় কাওরানবাজারে বিএসইসি ভবনে র‌্যাবের মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে এ তথ্যা জানান, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, আবদুর রহমানই শায়খ আবু ইব্রাহীম আল হানিফ নামে নব্য জেএমবি গঠন করে আমিরের দায়িত্ব নেন। বেনজীর বলেন, ওই ঘোষণায় আবু ইব্রাহীম আল হানিফের সঙ্গে শেখ আবু দুজুনা নামে আরেকজনের সই আছে। সেই আবু দুজুনা হলেন নারায়ণগঞ্জের অভিযানে নিহত তামিম চৌধুরী, যাকে এতদিন নব্য জেএমবির প্রধান সমন্বয়ক বলা হচ্ছিল। এর প্রমাণ হিসেবে নব্য জেএমবি কর্মকাণ্ড শুরুর একটি ঘোষণার অনুলিপি সংবাদ সম্মেলনে দেখানো হয়। সংবাদ সম্মেলনে রাজধানীর গুলশানে ইতালিয় নাগরিক সিজার তাবেলা হত্যাসহ ১৮টি নাশকতার ঘটনায় নব্য জেএমবি জড়িত বলে জানান র‌্যাব মহাপরিচাক। গুলশান ২-এর ৯০ নাম্বার সড়কে ইতালিয় নাগরিক সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। পুলিশ এই ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকে দায়ী করে। ডিবি এর মধ্যে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম, তাঁর ভাইসহ সাতজনকে আসামি করে তাবেলা হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মহাখালী ও মতিঝিলে র‌্যাব অভিযান চালিয়ে নব্য জেএমবির নিহত অর্থদাতা আব্দুর রহমানের দুজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২৭ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, ০৮ অক্টোবর বিকেলে র‌্যাবের একটি দল সাভারের আশুলিয়ায় বাইপাইলে 'মৃধা ভিলায়' অভিযান চালায়। এসময় আব্দুর রহমান পালানোর পাঁচ তলা থেকে পড়ে সময় গুরুতর আহত হন। র্যা ব সদস্যরা তাকে আটক করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেখান থেকে থেকে নগদ ৩০ লাখ টাকা, গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল, অত্যাধুনিক মোবাইল জ্যামার,অনেকগুলো ধারালো ছুরি, চাপাতি, জিহাদী বই, কম্পিউটার সিপিইউ, ওয়াটার প্রুফ ক্যামেরা উদ্ধার করা হয়। এর আগে নব্য জেএমবি প্রধান সমন্বয়ক আবু ইব্রাহিম আল হানিফ ওরফে আবদুর রহমানের দুই সহযোগী নাসির আহমেদ নয়ন ও হাসিবুল হাসান।     একুশে সংবাদ ডটকম//এমএ//২১-১০-২০১৬
Link copied!