AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে নিখোঁজের দীর্ঘ চার বছর মা,বাবার কাছে ফিরে এলো মাদরাসাছাত্র ইমরান


Ekushey Sangbad

১১:৩৭ এএম, অক্টোবর ১৯, ২০১৬
নড়াইলে নিখোঁজের দীর্ঘ চার বছর মা,বাবার কাছে ফিরে এলো মাদরাসাছাত্র ইমরান

নড়াইল জেলা প্রতিনিধি ■নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চৌগাছা গ্রামে নিখোঁজের চার বছর পর মা-বাবার কাছে ফিরে এলো মাদরাসাছাত্র হাফেজ ইমরান শেখ। দীর্ঘ চার বছর পর সন্তান নিজ বাড়িতে ফিরে আসায় মা-বাবার আনন্দের সীমা নেই। ইমরানকে দেখতে তাদের বাড়িতে উৎসুক জনতার ভীড় লেগেই আছে। খোঁজ নিয়ে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চৌগাছা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী হিমায়েত শেখের ছেলে মাদরাসাছাত্র ইমরান শেখ ২০১২ সালের ১ জুলাই নিখোঁজ হন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায়‘ নিখোঁজের পর তার অভিভাবকরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও ইমরানের কোনো সন্ধান পাননি। ইমরান নিখোঁজের দুই দিন পর ৩ জুলাই নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরী নম্বর ১০০। এর পর ইমরানের মা শাহিদা বেগম বাদী হয়ে ভাগনি-জামাই শরিফুল ইসলাম ও তার বাবা সামছুল হক, একই গ্রামের মতিয়ার রহমান, লোহাগড়ার রামপুর গ্রামের আবুল খায়েরকে আসামি করে নড়াইল সদর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলা নম্বর ২০, তারিখ ১২-৭-২০১২। মামলার পর পুলিশ আসামি আবুল খায়েরকে পাকড়াও করে জেলহাজতে পাঠায়। পরে তিনি জামিনে মুক্তি পান। অপর আসামি মতিয়ার রহমান দীর্ঘদিন জেলহাজতে থাকার পর পুলিশ তাকে মামলা থেকে অব্যাহতি দেয়। আসামি ভাগনি-জামাই শরিফুল ইসলাম ও তার বাবা সামছুল হক ইতিমধ্যে মারা গেছেন। এদিকে, নিখোঁজের চার বছর পর সোমবার সকালে মা-বাবার কাছে ফিরে আসেন হাফেজ ইমরান শেখ। দীর্ঘ চার বছর পর ইমরানকে কাছে পেয়ে তার মা-বাবা যারপরনাই খুশি। ইমরানের মা শাহিদা বেগম বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমার সন্তানকে পেয়ে।’এলাকাবাসী জানিয়েছেন, শনিবার বসুপটি ও চৌগাছা বাসস্ট্যান্ডে ইমরানকে অপ্রকৃতিস্থ অবস্থায় ঘোরা-ফেরা করতে দেখা গেছে। সোমবার সকালে এলাকাবাসী তাকে মা-বাবার কাছে নিয়ে আসেন। তারা ইমরানকে নিজের সন্তান হিসেবে শনাক্ত করেন# একুশে সংবাদ ডটকম//এমএ//১৯-১০-২০১৬
Link copied!