AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালিবাগে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী মিছিলে পুলিশি বাধা


Ekushey Sangbad

০৪:০৮ পিএম, অক্টোবর ১৮, ২০১৬
মালিবাগে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী মিছিলে পুলিশি বাধা

একুশে সংবাদ : রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ভারতীয় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিতে ঢাকায় দেশটির হাইকমিশন অভিমুখে যাওয়ার পথে মালিবাগে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ জানান, জাতীয় প্রেস ক্লাব থেকে তেল-গ্যাস খনিজ সম্পদ কমিটি মিছিল নিয়ে গুলশানে ভারতীয় হাইকমিশনের দিকে যাচ্ছিল। মিছিলটি মালিবাগ এলাকায় পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। তারা বাধা অতিক্রম করে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।   উল্লেখ্য, এর আগে দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে বিজয়নগর, শান্তিনগর হয়ে গুলশানের ভারতীয় হাইকমিশন অভিমুখে রওয়ানা দেন জাতীয় কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা।   রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিতে মঙ্গলবার দুপুরে মিছিল নিয়ে রওয়ানা দেন আন্দোলনকারীরা।   একুশে সংবাদ ডটকম//এমএ//১৮-১০-২০১৬
Link copied!