AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বকেয়া বেতন পরিশোধসহ ৩ দফা দাবিতে ঠাকুরগাঁও বিএডিসির শ্রমিক ধর্মঘট


Ekushey Sangbad

০৪:৪৮ পিএম, অক্টোবর ১৭, ২০১৬
বকেয়া বেতন পরিশোধসহ ৩ দফা দাবিতে ঠাকুরগাঁও বিএডিসির শ্রমিক ধর্মঘট

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বিএডিসির শ্রমিকরা  বকেয়া বেতন পরিশোধসহ ৩ দফা দাবি আদায়ে  ধর্মঘট পালন করছে। সোমবার সকাল ৮টা থেকে বিএডিসি শ্রমিক, বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও হিমাগার শ্রমিকরা এ ধর্মঘট শুরু করেন। এসময় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রবীণ চন্দ্র, সাধারণ সম্পাদক মোঃ সাগর রানা, ভিক্তি বীজ খামার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ অন্যান্য নেতারা বলেন, গত ৩ মাস ধরে জেলা শহরের বিএডিসি ও শিবগঞ্জ বিএডিসি’র প্রায় ১ হাজার শ্রমিকের বেতন বন্ধ রয়েছে। অন্যদিকে সরকার শ্রমিকের মুজুরি ৪শ টাকা করলেও আমাদের দেয়া হচ্ছে আড়াই’শ টাকা। এছাড়া সরকারের নিয়ম না মেনে বিএডিসির কর্মকর্তারা শ্রকিদের হয়রানি করছে। ৩ বছরের অধিক একই প্রতিষ্ঠানে কাজ করলেও শ্রমিকদের নিয়মিত করা হচ্ছে না। অবিলম্বে আমাদের ৩ দফা দাবি না মানলে লাগাতার ধর্মঘট এবং বীজ উৎপাদনসহ সব কিছু অচল করে দেয়ার ঘোষনা দেন তারা। এর আগে বিএডিসি চত্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। একুশে সংবাদ ডটকম//এমএ//১৭-১০-২০১৬
Link copied!