AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অভাবনীয় সাফল্য


Ekushey Sangbad

১২:০৫ পিএম, অক্টোবর ১৭, ২০১৬
দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অভাবনীয় সাফল্য

একুশে সংবাদ :  বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে গত ৩০ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সোমবার অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের বিভাগগুলোর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ কথা বলেন। আগামীতে দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও জলবায়ু খাতে বাংলাদেশকে আরও সহায়তা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। জিম ইয়ং কিম বলেন, বাংলাদেশ সরকার তার নাগরিকের পেছনে অর্থ ব্যয় করেছে। জন সম্পদ উন্নয়নে তারা অর্থ ব্যয় করছে। সে কারণেই দেশটির অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের উন্নয়নে মুগ্ধ। তারা বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আর এর মূল কারণ এই দেশের সরকার তার জনগণের পেছনে বিনিয়োগ করেছে। জন সম্পদ উন্নয়নে হওয়া বিনিয়োগের ফল পাচ্ছে বাংলাদেশ। তিনি আরও বলেন, অন্য দেশের মানুষের থেকে বাংলাদেশের মানুষ বেশি সফল হয়েছে, কারণ এই দেশের সরকার তার জনগণের পেছনে তার অর্থ ব্যয় করেছে। তার যুদ্ধবিদ্যা বা অন্য কোন খাতে অর্থ ব্যয় না করে শিক্ষা ক্ষেত্রে ব্যয় করেছে, মানব সম্পদ উন্নয়নের জন্য ব্যয় করেছে। আর সে কারণেই এই দেশ অর্থনৈতিকভাবে উন্নতি করছে। দেশের প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্বের যে কোন শীর্ষ প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তবে এখন বাংলাদেশে যা করা হচ্ছে তা কেবল অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি স্থাপন। আজ বিকেলে সংবাদ সম্মেলনে তিনি আরও বেশ কিছু বিষয় তুলে ধরবেন বলে সাংবাদিকদের জানান।     একুশে সংবাদ ডটকম//এমএ//১৭-১০-২০১৬
Link copied!