AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত -জিনপিং


Ekushey Sangbad

০৫:৪৯ পিএম, অক্টোবর ১৪, ২০১৬
চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত -জিনপিং

একুশে সংবাদ : বাংলাদেশের বড় বড় প্রকল্পগুলোতে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। এখানে বড় বড় প্রকল্পে সহযোগিতার হাত আরও সম্প্রসারিত করবে চীন। শ্রক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে এ কথা বলেন শি জিনপিং। দ্বিপাক্ষিক এ বৈঠক বিকাল ৩.১৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় সোয়া চারটায়। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে ২৬টি চুক্তি ও স্মারক স্বাক্ষর করেন দুই রাষ্ট্রপ্রধান। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন করেন চীনের প্রেসিডেন্ট। বৈঠক পরবর্তী সাংবাদিকদের ব্রিফিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা করেছেন, চীনের সহযোগিতায় বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছতে পারবে। অর্থাৎ ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সামনের দিনগুলোতে দুই দেশের বন্ধুত্ব আরও জোরালোভাবে বৃদ্ধি পবে বলে উল্লেখ করেন তিনি। এর আগে আজ শুক্রবার বেলা ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেন তিনি। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা এসে পৌঁছেন চীনের প্রেসিডেন্ট। ২৪ ঘণ্টারও কম সময়ের এ সফরে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক হবে। এ ছাড়া প্রেসিডেন্টের দেয়া নৈশভোজেও অংশ নেবেন জিনপিং। অবশ্য প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জিনপিংয়ের বৈঠক করার কথা রয়েছে। আগামীকাল শনিবার ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন চীনের প্রেসিডেন্ট।   একুশে সংবাদ ডটকম//এমএ//১৪-১০-২০১৬
Link copied!