AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শি জিনপিংকে লাল গালিচা সংবর্ধনা ।


Ekushey Sangbad

০৩:২৮ পিএম, অক্টোবর ১৪, ২০১৬
শি জিনপিংকে লাল গালিচা সংবর্ধনা ।

একুশে সংবাদ : ঐতিহাসিক সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ শুক্রবার এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইটে ১১ টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয় । এ সময় ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিন বাহিনীর একটি সুসজ্জিত দল চীনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার জানায়। দুইদিনের এ সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভীষণ কর্মব্যস্ত সময় অতিবাহিত করবেন শি জিনপিং। তার এ সফরে ঐতিহাসিক অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন চুক্তি হওয়ার কথা রয়েছে। চীনের প্রেসিডেন্টের আগমন উপলক্ষে আগে থেকেই নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় গোটা রাজধানীকে। প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ জেট তাকে অভ্যর্থনা জানায়। এরপর বিশেষ জেট চীনের প্রেসিডেন্টকে পাহারা দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে। বিমানবন্দরে ২১ বার তোপধ্বনি, গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয় শি জিনপিংকে। আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে চীনের প্রেসিডেন্টকে তার সফরকালীন আবাসস্থল হোটেল লা মেরিডিয়ানে নেয়া হয়। অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক ও অবকাঠামোগত সহযোগিতার পাশাপাশি সন্ত্রাস দমন, সামুদ্রিক অর্থনীতি, তথ্যপ্রযুক্তিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে চীনের প্রেসিডেন্টের এ সফরে। তিনি আগামীকাল ১৫ অক্টোবর শনিবার সকাল ১০টায় ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ ত্যাগের প্রাক্কালে আগামীকাল সকাল ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী নাম জানা ও অজানা বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকেই তিনি বাংলাদেশ ছেড়ে যাবার উদ্দেশ্যে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। বিমানে আরোহণের পূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাসহ অন্যরা আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানাবেন।     একুশে সংবাদ ডটকম//এমএ//১৪-১০-২০১৬
Link copied!