AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাপক নিরাপত্তায় পালিত হচ্ছে তাজিয়া মিছিল


Ekushey Sangbad

০১:২৭ পিএম, অক্টোবর ১২, ২০১৬
ব্যাপক নিরাপত্তায় পালিত হচ্ছে তাজিয়া মিছিল

একুশে সংবাদ :  ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর হোসেনী দালান এবং মিরপুর থেকে তাজিয়া মিছিল শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে এ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করবে। মিছিলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকের প্রতীক কালো পতাকা, লাল-সবুজের আলাম (দীর্ঘ লাঠির মাথায় ত্রিকোণাকৃতির পতাকা), ছোটো ছোটো পতাকা হতে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু এই শোক মিছিলে অংশ নিচ্ছেন। তাদের মুখে বিলাপ ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’। এ ছাড়া মিছিলের অগ্রভাগে আছে দুলদুল ঘোড়া (ইমাম হোসেনকে বহনকারী ঘোড়ার প্রতীক), জিন (বসার আসন), মাথার খাপসহ বিভিন্ন উপকরণ। মিছিলের সামনে-পেছনে রয়েছে বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ছাড়া রাস্তার মোড়ে-মোড়ে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। মিছিল শেষ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিছিলের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা আগে থেকেই নিষিদ্ধ করে দিয়েছে ডিএমপি কমিশনার।   একুশে সংবাদ ডটকম//এমএ//১২-১০-২০১৬
Link copied!