AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাঙ্গাইলের মির্জামাঠে নিহত জঙ্গি আহসান হাবীব বীর মুক্তিযোদ্ধার সন্তান


Ekushey Sangbad

১০:২৭ এএম, অক্টোবর ১২, ২০১৬
টাঙ্গাইলের মির্জামাঠে নিহত জঙ্গি আহসান হাবীব বীর মুক্তিযোদ্ধার সন্তান

একুশে সংবাদ: টাঙ্গাইলের কাগমারা শহরের মির্জামাঠ এলাকায় র‍্যাবের অভিযানে নিহত জঙ্গি আহসান হাবীব (২৫) বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সন্তান বলে জানা গেছে। নওগাঁর রাণীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামে তাদের বাড়ী। সন্তান নিহতের বিষয়টি জানার পর তিনি বলেন, আমার দুই সন্তান। মেয়ে বড় ও আহসান হাবীব ছোট। আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ালেখা করতো। গত ২০১৩ সালে সম্মান তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালে রাজশাহী শহরের জিরো পয়েন্টে সে অস্ত্রসহ গ্রেফতার হয়। এরপর জামিনে মুক্ত করার পর থেকে সে নিরুদ্দেশ হয়ে যায়। প্রায় ৩ বছর আমাদের সঙ্গে তার কোন প্রকার যোগাযোগ ছিল না। এ ব্যাপারে আমি রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম। গত মঙ্গলবার আমি র‍্যাব সূত্রের মাধ্যমে জানতে পারি যে গত শনিবার (৮ অক্টোবর) আহসান হাবীবসহ টাঙ্গাইলের কাগমারা শহরের মির্জামাঠ এলাকায় সকালে জঙ্গি সংগঠনের গোপন বৈঠক চলাকালীন সময়ে র‍্যাবের অভিযানে নিহত হয়েছে। রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফ হোসেন জানান, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন নওগাঁ কোর্টের মুহরি। আমার ভাতিজা আহসান হাবীব খুব মেধাবী ছাত্র ছিল। আমরা কখনো জানতে পারিনি যে আহসান হাবীব নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। রাণীনগর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান আহসান হাবীবের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একুশে সংবাদ ডটকম// আলম গীর// ১২.১০.২০১৬
Link copied!