AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের দুর্দান্ত জয় ।


Ekushey Sangbad

১০:১৫ এএম, অক্টোবর ১০, ২০১৬
বাংলাদেশের দুর্দান্ত জয় ।

একুশে সংবাদ :  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাটকীয়ভাবে হারলেও দ্বিতীয় দিনে দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে মাশরাফিবাহিনী। ৪৪ দশমিক ৪ ওভারে সকল উইকেট শিকার করে ইংলিশদের ৩৪ রানের ব্যবধানে হারিয়েছে টাইগরারা। নির্ধারিত ৫০ ওভার শেষে ইংলিশদের ২৩৯ রানের লক্ষ্যমাত্রা বেধে দেয় টাইগাররা। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সকল উইকেট হারিয়ে ২০৪ রান করতে সমর্থ হয় ইংল্যান্ড। সর্বশেষ জ্যাক বলের ১০ম উইকেটের পতন ঘটে মর্তুজার বলে। ক্যাস ধরে বিজয় নিশ্চিত করেন নাসির। মাশরাফি ৪ ও তাসকিন ৩টি উইকেট পান। মাহমুদউল্লাহ রিয়াদের ৭৫ ও শেষ দিকে মাশরাফি বিন মর্তুজার দুর্দান্ত ব্যাটিংয়ে (২৯ বলে ৪৪) আট উইকেটে ২৩৮ রান দাঁড় করায় স্বাগতিকরা। স্লো উইকেটে এ টার্গেটই সফরকারীদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠে। দলীয় ১২ রানের সময় ইংল্যান্ড শিবিরে প্রথম হানা দেন মাশরাফি বিন মর্তুজা। ৫ রান করা ওপেনার জেমস ভেনিসকে ক্যাচ আউট করে সাজঘরমুখি করেন তিনি। ব্যাকওয়াট পয়েন্ট থেকে ক্যাচটি ধরেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর ইংলিশদের দলীয় ১৪ রনের সময় হানা দেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বোল্ড করে তুলে নেন বেন ডাকেটের উইকেটটি। ক্রিজে ঠিকঠাক দাড়ানোর আগে তাকে শূন্য রানে ফিরিয়ে দেন সাকিব। অষ্টম ওভারে ওপেনার জেসন রয়কে (১৩) নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মাশরাফি। দুই ওভার না যেতেই আবারো ‘ম্যাশ অ্যাটাক’। এবার আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন স্টোকসের (০) স্ট্যাম্প ভাঙেন মাশরাফি। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন জস বাটলার ও জনি বেয়ারস্টো। ২৪তম ওভারে এসে দু’জনের ৭৯ রানের পার্টনারশিপ ভাঙেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত ৩৫ রানে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন বেয়ারস্টো। তিন ওভার না যেতেই মঈন আলিকে (৪) সাকিবের তালুবন্দি করেন একাদশে ফেরা নাসির হোসেন। এরপর ইনিংসের ২৮তম ওভারে বাটলারকে এলবির ফাঁদে ফেলেন তাসকিন। এক ওভার পর আবারো বোলিংয়ে ফেরেন তাসকিন। ফিরেই ক্রিস ওকসকে বিদায় করেন টাইগার এই পেসার। ব্যক্তিগত ৭ রান করে মুশফিকের গ্লাভসবন্দি হন ওকস। এরপর ৩৮.৩ ওভারে নবম উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন। ৩১ বলে ৯ রানের মাথায় ডেভিড উইলিকে সাজঘরে ফেরান তিনি। রোববার (০৯ অক্টোবর) টাইগারদের সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ দলপতি জস বাটলার। দুপুর আড়াইটায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে দুই দল। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৩৮ রান। এর ফলে জয়ের জন্যে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ২৩৯। বাংলাদেশ একাদশ মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদ। ইংল্যান্ড একাদশ জস বাটলার, মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, বেন ডাকেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি এবং ক্রিস ওকস।         একুশে সংবাদ ডটকম//এমএ//১০-১০-২০১৬
Link copied!