AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে ডাকাত সন্দেহ আটক তিন


Ekushey Sangbad

০৬:১৭ পিএম, অক্টোবর ৮, ২০১৬
শ্রীপুরে ডাকাত সন্দেহ আটক তিন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাঁশিজুলি গ্রামে ডাকাত সন্দেহে তিন জনকে গনপিটনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের কাঁশিজুলি গ্রামে নতুন বাজার নামস্থান থেকে ওই তিন জনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন,মৃত ইব্রাহিমের পুত্র আইনুল ইসলাম (৪৫), আইনুল ইসলামের পুত্র সজিব আহম্মেদ (২২) ও চাঁন মিয়ার পুত্র কাজল মিয়া (৩২), ওরা সবাই উপজেলার বরমী ইউনিয়নের কাঁশিজুলি গ্রামে বাসিন্দা। স্থানীয় সুত্রে জানা যায়,১০ অক্টোবর শনিবার ভোর রাতে সামছুদ্দিন ওরফে সামু মিয়ার পুত্র মোখলেছুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় ওই তিন জনকে এলাকাবাসি আটক করে পুলিশে দিয়েছে। মোখলেছুর রহমান জানান,প্রতিদিনের মতো শনিবার রাত দুইটার সময় অকর্সপ এর দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকি, ভোর রাত তিনটার দিকে ৪/৫জন লোক ঘরে ঢোকে নগত ৪২ টাকা আর একটা মোবাইল সেট নিয়ে চলে যায় ডাকাতরা,দোকানের মাল কিনতে যাওয়ার জন্য টাকা জমিয়ে ছিলাম। সবার মুখ কালো কাপরের মুখোশ পরা থাকায় চিনতে পারিনি। পরে সকাল ৬টার দিকে চাঁন মিয়ার পুত্র কাজল মিয়া,আব্দুল বাতেন মিয়াকে বলেন যে মোখলেছুর রহমান এর বাড়িতে ডাকাতির ঘটনার সব বিষয়ে জানেন। আব্দুল বাতেন স্থানীয় মেম্বারকে বিষয়টি জানান। স্থানীয় মেম্বার জাকির হোসেন বলেন, কাজল মিয়া ও আব্দুল বাতেন আমাকে বিষয়টি জানালে আমি এলাকাবাসিসহ ইব্রাহিমের পুত্র আইনুল ইসলাম এর দোকান থেকে কালো ৫টি মুখোশ,আর চুরি যাওয়া মোবাইল আইনুল ইসলাম এর দোকানের ভিতরে থেকে পাওয়া যায়,এই আলামত পাওয়ার পর পুলিশকে খবর দিয়ে সোপর্দ করা হয়েছে।   শ্রীপুর মডেল থানার (এস আই) শহিদুল ইসলাম মোল্লা জানান, তিন জনকে সন্দেহ জনক আটক করে রেখেছিল জনতা, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এরাই ওই চুরির সাথে জরিত কিনা তা তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।   একুশে সংবাদ ডটকম//এমএ//০৮-১০-২০১৬
Link copied!