AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ-ইংল্যান্ড


Ekushey Sangbad

১০:৫৪ এএম, অক্টোবর ৭, ২০১৬
৬ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ-ইংল্যান্ড

একুশে সংবাদ :  আজ শুক্রবার দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। এদিকে সকাল থেকেই বইছে ঝিরি ঝিরি বৃষ্টি। ভোরে এক পশলা মাঝারি বৃষ্টিও হয়ে গেছে। পথ-ঘাট সব ভেজা-কর্দমাক্ত। স্টেডিয়ামের সামনে দেখা গেল টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। ক্রিকেটের এ দ্বৈরথ যুদ্ধ দেখতে উৎসুক দর্শক। বাংলাদেশ-ইংল্যান্ড সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১০ সালে। দুদলের মুখোমুখি লড়াইয়ে ১৩ হারের বিপরীতে বাংলাদেশের জয় ৩টিতে। যার প্রথমটি এসেছিল ২০১০ সালে, ব্রিস্টলে। ওই ম্যাচে স্বাগতিকদের ৫ রানে হারিয়েছিল লাল-সবুজরা। এর পর টানা দুই বিশ্বকাপের ম্যাচেই টাইগারদের থাবায় কুপোকাত থ্রি-লায়ন্সরা! বিশ্বকাপের ওই দুই হারের স্মৃতি মনে আছে ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফরম্যাটের ভারপ্রাপ্ত অধিনায়ক জস বাটলারেরও। তাছাড়া ঘরের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ যে ক্রিকেট বিশ্বের পরাশক্তি দলে পরিণত হয়েছে তাও অজানা নয় ইংলিশ অধিনায়কের। তাই তো সিরিজে নিজেদের ‘আন্ডারডগ’ বলে দাবি বাটলারের। মাশরাফির বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছেন তিনি। কোনো ইংলিশ অধিনায়কের মুখে বাংলাদেশকে ফেভারিট বলা কিংবা নিজেদের ‘আন্ডারডগ’ বলার ঘটনা এটাই প্রথম। চলতি বছরে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে মোট ১৫টি ওয়ানডে খেলেছে ইংল্যান্ড। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ সফরে এসেছে তারা। ঘরের মাটিতে খেলা পাঁচ ম্যাচের ওই সিরিজ ইংল্যান্ড জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে। অন্যদিকে চলতি বছরে ঘরের মাটিতে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলেছে আফগানিস্তানের বিপক্ষে। ১০ মাস পর খেলা সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। সবকিছুর পরে ৫০ ওভার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা। এ জন্য ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচকে গুরুত্বপূর্ণ বলছেন মাশরাফি। তিনি বলেন, প্রতিটি সিরিজ থেকে আমাদের অবস্থান ও পারিপার্শ্বিকতা যদি চিন্তা করেন, আমরা এখন ভালো খেলছি। আমাদের কাজ এখন ধারাবাহিকতা ধরে রাখা। আরেকটি নতুন সিরিজ, সবাই খুব রোমাঞ্চিত। আমরা যদি ভালো খেলি, সিরিজ জিততে পারি তাহলে ভালো লাগবে। পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ইংল্যান্ডও। জস বাটলার বলেন, প্রস্তুতি ম্যাচে আমাদের যে পরিস্থিতি ছিল সেটাতে দারুণ অনুশীলন হয়েছে বলেই আমি মনে করি। ওই দিনের আবহাওয়া অনেক গরম ছিল। তারপরও ম্যাচের পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছি। আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশে এসেছি। জয়ের সে ধারাটা এ সিরিজেও অব্যাহত রাখতে চাই। এদিকে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে উইকেট। ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে স্পোর্টিং উইকেটের ইঙ্গিতই দিলেন মাশরাফি। তিনি বলেন, গত দুই বছর যদি বাংলাদেশের উইকেট দেখেন, খুব বেশি টার্নিং উইকেট ছিল না। আমরা স্পোর্টিং উইকেটে খেলেছি এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। অন্যদিকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক জন বাটলার। তিনি বলেন, আমি মনে করি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া হবে খুব বড় ব্যাপার। আমরা কেবল একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি আর কয়েকটি অনুশীলন সেশন কাটিয়েছি। আমাদের এখানে আসা বেশি দিন হয়নি। তবে দিন-দিন এটা সহজ হচ্ছে। দিন-রাতের ম্যাচ বলে একটু সহজ হবে তবে আর্দ্রতা অনেক বেশি থাকবে। এটা হবে আরেকটা চ্যালেঞ্জ। ওয়ানডেতে বদলে যাওয়া বাংলাদেশ, ইংল্যান্ডের জন্য তাই চ্যালেঞ্জেরই নাম! টাইগার-সমর্থকদেরও বিশ্বাস, বিশ্বকাপে (২০১৫) পাওয়া জয়ের ধারাটা প্রবাহিত হবে ঘরের মাটিতে অনুষ্ঠেয় আজকের ম্যাচেও। বাংলাদেশের সম্ভাব্য একাদশ তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মোশাররফ হোসেন রুবেল, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ। ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ জ্যাসন রয়, জেমস ভিনস, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওয়াকস, ডেভিড উইলি, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ।     একুশে সংবাদ ডটকম//এমএ//০৭-১০-২০১৬
Link copied!