AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাটে রীতিমত বসন্ত চলছে বাবর আজমের


Ekushey Sangbad

০১:২০ পিএম, অক্টোবর ৬, ২০১৬
ব্যাটে রীতিমত বসন্ত চলছে বাবর আজমের

একুেশ সংবাদ : ব্যাটে রীতিমত বসন্ত চলছে বাবর আজমের। পাকিস্তানের এই ব্যাটসম্যানকে থামানো যাচ্ছে না কিছুতেই। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে দানব হয়ে উঠেছেন ২১ বছরের এই তরুণ। দানবই তো, মাঠে নামছেনই যেন সেঞ্চুরি করার জন্য। তা না হলে টানা তিনটি সেঞ্চুরি করেন তিনি কিভাবে! হ্যা, ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলা তিন ওয়ানডের সবক’টিতে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি। আগের দুই ওয়ানডের সেঞ্চুরির পর মঙ্গলবারের শেষ ম্যাচেও খেলেছেন ১১৭ রানের অসাধারণ ইনিংস। তাতে নতুন এক রেকর্ডও গড়লেন বাবর। ক্রিকেট বিশ্বের মাত্র অষ্টম ব্যাটসম্যান হিসেবে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। সেঞ্চুরির শুরুটা আবুধাবিতে, প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ১২০ রানের ইনিংস। ধারাবাহিকতা ধরে রাখেন তিনি শারজাতেও, সেখানে করেন ১২৩ রান। আর সবশেষ ম্যাচে ১১৭। টানা সেঞ্চুরির দৌড়ে অবশ্য সবার উপরে কুমার সাঙ্গাকারা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা চারটি সেঞ্চুরি করেছেন তিনি, তাও আবার বিশ্বকাপের মঞ্চে। গত বিশ্বকাপেই কীর্তিটা গড়েন সাবেক লঙ্কান ব্যাটসম্যান। যদিও টানা তিনটি সেঞ্চুরি করার রেকর্ড সাত ব্যাটসম্যানের। জহির আব্বাস, সাঈদ আনোয়ার, হার্শেল গিবস, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, রস টেলরের পর এই ক্লাবে নাম লেখালেন বাবর। সাঙ্গাকারার পাশে বসার সুযোগও কিন্তু আছে এখনো, দেখা যাক সামনের ওয়ানডেতে কি করেন বাবর (একুেশ সংবাদ/জি/ ০৬, ২০১৬)
Link copied!