AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৭০ রানে ৯ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ


Ekushey Sangbad

০৫:৩৯ পিএম, সেপ্টেম্বর ২৮, ২০১৬
১৭০ রানে  ৯  উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

একুশে সংবাদ : স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে সফররত আফগানিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে মাশরাফি বিন মুর্তজার দল। দিবা-রাত্রির এ ম্যাচ শুরু হয় দুপুর আড়াইটায়। ৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের ব্যাটে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন এই দুই জন। রানে ফেরার লড়াইয়ে থাকা সৌম্য সরকার ৩১ বলে ২০ রান করে অাউট হন। মিরওয়াইস আশরাফের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে কাভারে সহজ ক্যাচ দেন তিনি। প্রথম ১০ ওভার নিরাপদে কাটিয়ে দেওয়ার পর বাংলাদেশ তামিম ইকবালকে হারায়। একাদশ ওভারে মিরওয়াইস আশরাফকে উড়িয়ে মারতে গিয়ে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৬ বলে ২০ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আফগানদের আঁটসাঁট বোলিংয়ে শুরুতে সতর্ক ব্যাটিং করেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার। সর্বশেষ বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে ১৩৮ রান করে। ওভার শেষ হয় ২৮টি। একটি পরিবর্তন এসেছে স্বাগতিক দলে। প্রথম ম্যাচে দু’বার জীবন পেয়ে ৩৭ রান করা ইমরুল কায়েসের জায়গায় দলে এসেছেন তরুণ অফ স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। বাংলাদেশের ১১৯তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হয়েছে তার। একটি পরিবর্তন আফগানিস্তান দলেও। শাবির নুরির জায়গায় দলে ফিরেছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান নওরোজ মঙ্গল। গত রোববার প্রথম ওয়ানডেতে জয় পায় টাইগাররা। ওই ম্যাচে শেষ বেলায় দারুণ স্নায়ুর পরীক্ষায় জিতেছে বাংলাদেশ। বড় দল হলেও স্বরূপটা দেখাতে পারেনি। এদিকে বাংলাদেশ আজ মাঠে নামবে জয়ের প্রত্যয়ে ও অনেক লক্ষ্য নিয়ে। তার একটি সিরিজ ৩-০ করা। স্বভাবতই আজ জয়ের বিকল্প নেই। এদিকে আজ জয় পেলে দলীয় একটি মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ। আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচের জয়টি ছিল ওয়ানডেতে বাংলাদেশের ৯৯তম জয়। আজকে জয় এলে তা হবে শততম জয়। এদিকে আজকের জয়ে হবে সিরিজ জয়ও! সর্বশেষ টসের সময় মিরপুরের আকাশ পুরোপুরি মেঘে ঢাকা আছে। এদিকে আবহাওয়া পূর্বাভাসে থাকছে বৃষ্টি শঙ্কা। যদিও প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও রয়েছে রিজার্ভ ডে। উল্লেখ্য, তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।     একুশে সংবাদ ডটকম//এমএ//২৮-০৯-২০১৬
Link copied!